তবে বর্তমানে পশু পাখি নিয়ে আর সার্কাস দেখানো হয় না। কিন্তু পশু পাখির খেলা নেই তাতে কী!বোলপুরে সার্কাসে আকর্ষণীয় চমক ভিড় টানতে জিমন্যাস্টিক খেলায় এখন ভরসা। রাজ্যের অন্যতম বিনোদন শিল্পের নাম ছিল সার্কাস। আর সেই সার্কাস শিল্প আজ প্রায় হারিয়ে গেছে। শীত পড়লেই শহর থেকে জেলা বিভিন্ন জায়গাতেই সার্কাস তাঁবু খাটায়। আগে বাঘ, সিংহ, হাতি ও অন্যান্য জীবজন্তুর খেলা দেখতে সার্কাসে ভিড় জমাতেন সাধারণ মানুষ।
advertisement
সার্কাসে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত ধরনের জীবজন্তুর খেলা। যা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমাতেন। বোলপুর ডাকবাংলো ময়দান বসেছে সার্কাস। লকডাউনের পর সব ওলোট পালট হয়ে যায়। বন্ধ হয়ে যায় সার্কাস। কেউ হয়ে যায় দিনমজুর। কেউ বা টোটো-অটো চালিয়ে দিন উপার্জনে নেমে পড়ে। কমে যায় সার্কাসে খেলোয়াড়ের সংখ্যা।
আরও পড়ুনঃ AUS vs IND: প্রথম টেস্টে তৈরি ভারতের প্রথম একাদশ! সবথেকে বড় চমক করছে অপেক্ষা
পরে তাঁদের জায়গা নিয়েছে বিদেশীরা। বোলপুরে এবছরও সার্কাসে রয়েছে শারীরিক কসরতের খেলা। সঙ্গে রয়েছে কিছু যুবক-যুবতীদের নানা ব্যালেন্সি-এর চমকীয় খেলা। গানের সঙ্গে নাচের তালে তালে খেলা দেখিয়ে দর্শকদের মন ভরাচ্ছে।অন্ধকারের মধ্যেই গ্লোবের মধ্যে কয়েকজন যুবকের দুরন্ত বাইক রেস, যুবক-যুবতীদের কখনও দড়ির উপরে উঠে জীবনের ঝুঁকি নিয়ে ব্যালান্সিং আছে আকর্ষণের তালিকায়। এমনিতেই নিষেধাজ্ঞা জেরে জীবজন্তুর খেলা বন্ধ, শুধু কী দর্শক ব্যালেন্স আর জিমনাস্টিকের খেলা দেখতে ভির জমাবেন তাঁবুতে নাকি অন্যান্য অনেক শিল্পের মতই বন্ধ হয়ে যাবে এই শিল্প। সেটাই বড় প্রশ্ন।
সৌভিক রায়