সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ এই তারাপীঠ। সকাল থেকেই বৃষ্টিপাতকে উপেক্ষা করে পর্যটকদের ভিড় তারাপীঠ মন্দিরে। কেউ ছাতা হাতে আবার কেউ বিনা ছাতাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মা তারা দর্শনের জন্য প্রতীক্ষা করে পুজো দিলেন। যদিও আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল রবিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল। আর সেই কথা চিন্তা করেই ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তারাপীঠ মন্দির কমিটি।
advertisement
আরও পড়ুন : সকাল থেকে প্রবল বৃষ্টির মধ্যেই তারাপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়
তারাপীঠ মন্দির কমিটির সেবায়ত পুলক চট্টোপাধ্যায় জানান ভক্তদের কথা চিন্তা করে মন্দির চত্বরে একাধিক ব্যবস্থা করা হয়। গোটা মন্দির চত্বর ত্রিপল খাটিয়ে ঘিরে ফেলা হয়েছে। বৃষ্টিপাতের সময় ভক্তদের দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া হয়েছে মন্দির কমিটির তরফ থেকে। বৃষ্টিপাতের ফলে যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ প্রশাসনের তরফ থেকেও অতিরিক্ত সিভিক ভলেন্টিয়ার এবং মন্দিরে তরফ থেকে মন্দিরের সিকিউরিটি বাড়ানো হয়েছে মন্দির চত্বরে।
আরও পড়ুন :রাজরাজেশ্বরী বেশে পুজো, খিচুড়ি, পোলাও পোড়া শোলমাছ ভোগ…বুদ্ধপূর্ণিমায় তারাপীঠে অগণিত ভক্ত সমাগম
অন্যদিকে দিল্লি থেকে আগত রাজেশ সিং তিনি জানান তারাপীঠ আসবেন বলে প্রায় দু মাস আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন। তবে বিগত কয়েকদিন আগেই আবহাওয়া দফতর সূত্রে খবর পায় রবিবার থেকে বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতকে উপেক্ষা করে মা তারা টানে ছুটে এসেছেন তারাপীঠ মন্দিরে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তবে সব মিলিয়ে বৃষ্টিপাতের দিনেও অগণিত ভক্ত সমাগম তারাপীঠ মন্দির চত্বরে।
সৌভিক রায়