TRENDING:

ভাড়া নিয়ে বন্ধ ঘরে চলছে...এই সব 'কাণ্ড'! ফরাক্কাতে পুলিশ আসতেই যা জানা গেল, তাজ্জব সবাই!

Last Updated:

Rented House: ঘর ভাড়া নিয়ে ঘরের ভেতরে চলছিল এই সব কান্ড। পুলিশ গিয়ে যা উদ্ধার করল তাজ্জব বনে গেল সকলেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ঘর ভাড়া নিয়ে ঘরের ভেতরে চলছিল এই সব কান্ড। আর সাইবার ক্রাইম বিভাগ পুলিশ গিয়ে যা উদ্ধার করল তাজ্জব বনে গেল সকলেই। বর্তমানে চলছে আইপিএল মরশুম। আর ক্রিকেট আইপিএল বেটিং চক্র থাকে অনেক জায়গায় সক্রিয়। আর সেই আইপিএলের বেটিং চক্র বড়সড় পর্দাফাঁস করল ফরাক্কা থানার পুলিশ।
বেটিং চক্রে ধৃত ন'জন
বেটিং চক্রে ধৃত ন'জন
advertisement

ট্রেনে সফর করছিলেন ২ সাধু, TT এসে টিকিট দেখতে চাইলে বললেন, ‘বাবা, আমাদের টাকা কোথায়?’ কিন্তু…হাতে এটা কী? যা জানা গেল!

ফরাক্কাতে বাড়ি ভাড়া নিয়ে ছত্রিশগড়ের ন’জন বাসিন্দা তারা বেটিং অনলাইন বেটিং চালাতো বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে এই ঘটনায় মোট ৯জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৩২টি মোবাইল, ৫টা ল্যাপটপ, প্রচুর বিভিন্ন মোবাইল কোম্পানির সিমকার্ড, অনলাইন লেনদেন। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতরা সকলেই ছত্রিশগড়ের বাসিন্দা।

advertisement

মামার ছেলের সঙ্গে প্রেম, বিয়ে! পরিবারের বিরুদ্ধে গিয়েও হল না শেষরক্ষা…সুটকেসে রাকেশ-গৌরীর ‘রক্তাক্ত’ সম্পর্কের ইতি!

জানা গিয়েছে, ফরাক্কা থানার অন্তর্গত বল্লালপুর এলাকায় মুস্তাকিম শেখ বলে এক ব্যক্তির বাড়িতেই রমরমে চলছিল আইপিএল সহ অনলাইন গেমের বেটিং চক্র। দর্জা বন্ধ করেই চলতো এই কাজ। গোপন সূত্রের খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ন’জনকে গ্রেফতার করে। সকলের বাড়ি ছত্রিশগড় এলাকায় বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে তাদের কাছ থেকে ৩২ টি মোবাইল পাঁচটি ল্যাপটপ এবং প্রচুর পরিমাণে সিম কার্ড সহ একাধিক অনলাইন টাকা ট্রান্সফারের নথি বাজেয়াপ্ত করে পুলিশ জঙ্গিপুর সাইবার ক্রাইম।

advertisement

নির্জন রেলস্টেশনে দাঁড়িয়ে ব্যক্তি, ঘিরে ফেলল RPF! ‘তুমি কে?’ জিজ্ঞাসা করতেই…শোরগোল! ফোন এল এয়ারপোর্ট থেকেও

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সনৎ জাঙ্গেল, ফারহাজ সেখ, ওয়াসিম, রাহুল দেওয়ানগন, দিকেশ কুমার, লালতা প্রজাপতি, রোহন অ্যান্টনি, চন্দন সোনয়ানি, অমিত লোটারে। পুলিশ ধৃত ৯ জনকেই ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় সোমবার। অন্যদিকে এই ঘটনায় বাড়ির মালিক মোস্তাকিম শেখের খোঁজে জঙ্গিপুর সাইবার ক্রাইম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাড়া নিয়ে বন্ধ ঘরে চলছে...এই সব 'কাণ্ড'! ফরাক্কাতে পুলিশ আসতেই যা জানা গেল, তাজ্জব সবাই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল