সে সময় হঠাৎ এক যুবক রক্তাক্ত অবস্থায় মাঠের দিক থেকে প্রান বাঁচাতে শ্যামনগর মোড়ে ছুটে আসেন। স্থানীয়রা উদ্ধার করে আহত যুবককে প্রথমে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়, আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন চিকিৎসাধীন হাসপাতালে। আহত যুবক হাসিবুল মোল্লা শ্যামনগরের বাসিন্দা।
advertisement
আরও পড়ুন- ‘বাবা আমাকে বাঁচাও…!’ ‘ইন্সপেক্টর’-এর ফোন পেয়ে আতঙ্কে পরিবার, তার পর যা হল! শিউরে উঠবেন
গলাকাটা অবস্থায় প্রাণ বাঁচাতে যুবক ছুটে এলো রাস্তার মোড়ে, চাঞ্চল্য মগরাহাটের শ্যামনগর এলাকায়! প্রতীকী ছবি৷
পুলিশ সূত্রে জানা যায়, এলাকার দুই যুবক একসাথে মদ্যপান করার সময় বচসার জেরে এই ঘটনা হতে পারে। অভিযুক্ত যুবক খোকন শেখ ঘটনার পর থেকে পলাতক ছিল। অভিযুক্তের খোঁজে অন্য জায়গায় তল্লাশি অভিযানে যায় মগরাহাট থানার পুলিশ। শেষমেশ খোকনকে গ্রেফতার করা হয়। ঘটনায় আহত যুবক হাসিবুল মোল্লাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।