'বাবা আমাকে বাঁচাও...!' 'ইন্সপেক্টর'-এর ফোন পেয়ে আতঙ্কে পরিবার, তার পর যা হল! শিউরে উঠবেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Fake Inspector: যিনি Cyber crime চক্রান্তের শিকার হয়েছেন, তাঁর মেয়ে নিধি কিছুদিন আগে সাইবার সেলে মামলার অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি।
<span style="color: #00ffff;"> </span>জন্য অপরাধীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। কখনও বিয়ের নামে এপিকে ফাইল পাঠিয়ে, কখনও আত্মীয় পুলিশ হেফাজতে আছে জানিয়ে নিরীহ মানুষকে প্রতারণা করছে। এমনই একটি ঘটনা ঘটল সম্প্রতি। সাইবার অপরাধীরা একই গ্রামের বাসিন্দা গোপাল কাম্বোজকে ৫০ হাজার টাকা প্রতারণা করেছে। চলুন জেনে নিই পুরো বিষয়টি। আপনার সঙ্গেও যাতে এমনটা না হয়, সতর্ক থাকুন।
advertisement
সাইবার জালিয়াতির জন্য অপরাধীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। কখনও বিয়ের নামে এপিকে ফাইল পাঠিয়ে, কখনও আত্মীয় পুলিশ হেফাজতে আছে জানিয়ে নিরীহ মানুষকে প্রতারণা করছে। এমনই একটি ঘটনা ঘটল সম্প্রতি। সাইবার অপরাধীরা একই গ্রামের বাসিন্দা গোপাল কাম্বোজকে ৫০ হাজার টাকা প্রতারণা করেছে। চলুন জেনে নিই পুরো বিষয়টি। আপনার সঙ্গেও যাতে এমনটা না হয়, সতর্ক থাকুন।
advertisement
প্রতারকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিবারকে ফোন করে জানায়, তাঁদের ছেলেকে মাদক পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে বাঁচাতে চাইলে ৫০ হাজার টাকা দিতে হবে, না হলে তাকে জেলে পাঠানো হবে। পরিবার হোয়াটসঅ্যাপে পুলিশকর্মীর ডিপি দেখে বিশ্বাস করে সঙ্গে সঙ্গে ৫০ হাজার টাকা ট্রান্সফার করে দেন। পরে জানা যায়, কত বড় ভুল হয়ে গিয়েছে!
advertisement
তাঁদের ছেলে নিরাপদেই ছিলেন। প্রতারণার শিকার হয়েছে পরিবার। সাহারানপুরের বিহারীগড় থানার শেরপুর খানজাদপুর গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। যিনি চক্রান্তের শিকার হয়েছেন, তাঁর মেয়ে নিধি কিছুদিন আগে সাইবার সেলে মামলার অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি।
advertisement
advertisement
advertisement
advertisement