ওই ব্যক্তির বাড়ির পিছনে কয়েকজন বাচ্চা বিকালে খেলতে গিয়েছিল । প্রাথমিক অনুমান, ওখানে খেলার সময় বাচ্চারা বোমাগুলিকে বল ভেবে ভুল করে । তারপরই ঘটে বিপত্তি । বোমাগুলিকে বল ভেবে খেলতে গিয়ে এই বিস্ফোরণে গুরুতর আহত হয় ওই ৪ জন শিশু । সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা আহতদের উদ্ধার করেন সেখান থেকে ।
advertisement
তার পর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের নাম নাজমা , রুজিয়া , রহিমা , আতিয়া । তবে আহতদের মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক । তার মধ্যে একজনকে ভর্তি না করেই রেফার করা হয় দুর্গাপুরে । পরবর্তীতে তার অবস্থার অবনতি ঘটায় বুধবার সকাল হতেই মৃত্যু হয় তার । বিস্ফোরণস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ । শুরু করে তদন্ত ।
আরও পড়ুন : জাতীয় সড়কে গভীর রাতে চালকদের হাতে পুলিশের তরফে ঠান্ডা জল, গরম চা
এই ঘটনায় প্রশ্ন উঠেছে, ওই ব্যক্তির বাড়ির পিছনে কোথা থেকে এলো বোমা গুলি? কে বা কারা রেখেছিল ওগুলো? পাশাপাশি প্রশ্ন উঠছে, শুধু কি ওখানেই ছিল বোমা গুলি? নাকি গ্রামের অন্য কোথাও আরও বোমা রাখা আছে?-এই সমস্ত বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ ।
আরও পড়ুন : ফাল্গুনের দুর্গাপুজো ঘিরে সাজো সাজো রব, মঙ্গলকলস যাত্রায় সামিল ২০০ মহিলা
আরও পড়ুন : আগেই ঘরছাড়া মা, এ বার তিন নাবালক সন্তানকে তাড়িয়ে দিল বাবা
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । একদন আহত শিশুর বাবার আক্ষেপ, ‘‘ আমি বাইরে কাজে ছিলাম । কখন কী করে এই ঘটনা ঘটল, কিছুই জানতে পারিনি । খবর পেয়ে ছুটে এলাম হাসপাতালে । খেলতে গিয়ে কী করে ঘটল এমন, সেটাই বুঝে উঠতে পারছি না ।’’