TRENDING:

Indoor Plant Care: গাছ দিয়ে সাজাতে চান ঘর? জানুন ইনডোর প্লান্টের যত্ন নেবেন কীভাবে!

Last Updated:

Indoor Plant Care: জায়গার স্বল্পতায় শহরের সবুজপ্রেমীরা বাগান করার স্বাদ ইনডোর প্লান্টের মাধ্যমেই মিটিয়ে থাকেন। এই গাছগুলো কেবল ঘরের সৌন্দর্যই বাড়ায় না বরং স্বাস্থ্যের জন্যেও ভাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা : ইনডোর প্লান্টের যত্ন নেবেন যেভাবে। বর্তমান সময়ে শহুরে ইট, কাঠ, কংক্রিটের যান্ত্রিক এই জীবনে ক্রমগত বন্দী হয়ে পড়ছে জীবন। বদ্ধ এই জীবনে এক মুঠো বিশুদ্ধ বাতাস নেওয়া যেন কঠিন। সেজন্য ঘরকে সবুজ প্রানবন্ত করতে সম্প্রতি কয়েক বছরে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা বাড়ছে।
advertisement

আবার অনেকেই জায়গার স্বল্পতায় শহরের সবুজপ্রেমীরা বাগান করার স্বাদ ইনডোর প্লান্টের মাধ্যমেই মিটিয়ে থাকেন। এই গাছগুলো কেবল ঘরের সৌন্দর্যই বাড়ায় না বরং স্বাস্থ্যের জন্যেও ভাল। তবে শুধুমাত্র বাড়িতে গাছ রাখলেই তো হয় না, দরকার পড়ে একটু পরিচর্যারও। কিভাবে ইনডোর প্লান্টের পরিচর্যা করলে গাছ সতেজ ও সুন্দর থাকবে সেবিষয়ে পরামর্শ দিলেন বসিরহাটের জনপ্রিয় নার্সারির উদ্যোক্তা নুরুল হাসান।

advertisement

আরও পড়ুন: ১০০ টাকার নোট…! RBI এর বড় ‘আপডেট’, দেশবাসীর জন্য ‘জরুরি’ নির্দেশ..!

আরও পড়ুন: ছারখার হয়ে যাবে সংসার…! তুলসীপাতা ‘এইভাবে’ ছিঁড়ছেন না তো…? এক ‘ভুলেই’ নামবে সর্বনাশ! কালো অন্ধকারে ঢাকবে জীবন! আগে জানুন বাস্তুশাস্ত্র

ইনডোর প্লান্ট ভাল রাখতে টবে জল দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিয়ম মেনে গাছে নির্দিষ্ট পরিমাণে জল দিতে হবে। গাছের গোড়ায় যেন জল জমে না থাকলে গোড়ায় পচন ধরতে পারে। সেজন্য প্রতিদিন জল না দিলেও চলবে। মাটি খুব শুষ্কও না হয় সেদিকেও খেয়াল রাখা দরকার। ঘরের যেখানে পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে, তেমন জায়গায় গাছ রাখুন। খুব অন্ধকার ঘর কিংবা যেখানে বেশি রোদ আসে, তেমন জায়গায় না রাখাই ভাল। গাছের নতুন চারা অবশ্যই বারান্দায় বা যেখানে আলো-বাতাস আসে, সেখানে রাখুন। এতে চারা ঠিকমতো বাড়বে। গাছে ফাঙ্গাসও হবে না।

advertisement

যেখানে এসি চলে এমন ঘরে গাছ না রাখাই ভাল। এতে সহজে গাছের পাতা ঝরে পড়ে। গাছ অতিরিক্ত রোদ পেলে অনেক সময় পাতার সামনের অংশ শুকিয়ে কুঁকড়ে যায়। ঘরের ভিতরে ইনডোর প্লান্ট যা সবুজ রঙ দেহ ও মনে প্রশান্তি আনে। চারপাশে গাছপালা এক ধরণের মানসিক শান্তি আনে। তাছাড়া মনের চাপ কমাতে, রক্তচাপ কমাতে সাহায্য করে ইনডোর প্লান্ট। সব মিলিয়ে বর্তমান সময়ে ইনডোর প্ল্যান্টের চাহিদা যে বাড়ছে তা বলাই বাহুল্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indoor Plant Care: গাছ দিয়ে সাজাতে চান ঘর? জানুন ইনডোর প্লান্টের যত্ন নেবেন কীভাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল