TRENDING:

Indian Soldier Death: পহেলগাঁওয়ের বদলা নিতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই সেনার, কাশ্মীরে এবার শহিদ বঙ্গসন্তান ঝন্টু আলি শেখ!

Last Updated:

Jhantu Ali Shaikh: পহেলগাঁও কাণ্ডের পর থেকেই কাশ্মীরে জোর কদমে চলছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার উধমপুরে তল্লাশি অভিযানেরব সময় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন এক সেনা জওয়ান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হালমায় ২৭ জন ভারতবাসীর মৃত্যুর পর থেকেই প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। হামলার পরই কাশ্মীরে নড়েচড়ে বসেছে ভারতীয় সেনা। বুধবারই উরি সেক্টরে অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষ হয় সেনার৷ সংঘর্ষে নিকেশ করে ভারতীয় সেনা। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই কাশ্মীরে জোর কদমে চলছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার উধমপুরে তল্লাশি অভিযানেরব সময় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন এক সেনা জওয়ান।
News18
News18
advertisement

জানা গিয়েছে, শহিদ জওয়ানের নাম ঝন্টু আলি শেখ। তিনি পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা। সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন সকাল থেকেই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী ৷ এই সময় দুদু-বসন্তগড় এলাকায় সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই সময় আহত হন ঝন্টি আলি শেখ। গুরুতর আহত অবস্থায় তাঁর চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা করা যায়নি। প্রাথমিকভাবে পরিচয় জানা না গেলেও, পরে সেনার তরফে জানানো হয় শহিদের নাম ঝন্টু আলি শেখ।

advertisement

হোয়াইট নাইট কর্পসের ৬ প্যারা এসএফ-এ ছিলেন ঝন্টু আলি শেখ। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, “আমাদের একজন সাহসী যোদ্ধা প্রাথমিকভাবে গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন ৷ পরে চিকিৎসা সত্ত্বেও শহিদ হয়েছেন ওই সেনা জওয়ান ৷” এছাড়াও জানানো হয়েছে,”তাঁর অদম্য সাহস এবং তার দলের বীরত্ব কখনও ভোলা যাবে না। ঝন্টু আলি শেখের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”

advertisement

আরও পড়ুনঃ Pahalgam Attack Last video of Vinay Narwal: ভাইরাল যুগ! পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যুর আগে নৌসেনা অফিসারের ‘শেষ ভিডিও’ ভাইরাল? এবার সামনে এল আসল সত্য!

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ঝন্টু আলি শেখের মৃত্যুর খবর নদিয়া তার বাড়িতেই পৌছতেই কান্নায় ভেঙে পরে পরিবার। শোকের পরিবশ আশেপাশের এলাকাতেও। কখন শহিদ জওয়ানের নিথর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে সে সম্পর্কে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বাংলার শহিদ জওয়ানের শেষকৃত্য।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Soldier Death: পহেলগাঁওয়ের বদলা নিতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই সেনার, কাশ্মীরে এবার শহিদ বঙ্গসন্তান ঝন্টু আলি শেখ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল