জানা গিয়েছে, শহিদ জওয়ানের নাম ঝন্টু আলি শেখ। তিনি পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা। সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন সকাল থেকেই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী ৷ এই সময় দুদু-বসন্তগড় এলাকায় সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই সময় আহত হন ঝন্টি আলি শেখ। গুরুতর আহত অবস্থায় তাঁর চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা করা যায়নি। প্রাথমিকভাবে পরিচয় জানা না গেলেও, পরে সেনার তরফে জানানো হয় শহিদের নাম ঝন্টু আলি শেখ।
advertisement
হোয়াইট নাইট কর্পসের ৬ প্যারা এসএফ-এ ছিলেন ঝন্টু আলি শেখ। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, “আমাদের একজন সাহসী যোদ্ধা প্রাথমিকভাবে গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন ৷ পরে চিকিৎসা সত্ত্বেও শহিদ হয়েছেন ওই সেনা জওয়ান ৷” এছাড়াও জানানো হয়েছে,”তাঁর অদম্য সাহস এবং তার দলের বীরত্ব কখনও ভোলা যাবে না। ঝন্টু আলি শেখের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”
ঝন্টু আলি শেখের মৃত্যুর খবর নদিয়া তার বাড়িতেই পৌছতেই কান্নায় ভেঙে পরে পরিবার। শোকের পরিবশ আশেপাশের এলাকাতেও। কখন শহিদ জওয়ানের নিথর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে সে সম্পর্কে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বাংলার শহিদ জওয়ানের শেষকৃত্য।