TRENDING:

Chhath Puja 2024: ছট পুজোয় যাত্রীদের জন্য বিশেষ ট্রেন! কখন-কোথা থেকে ছাড়বে? রইল সব আপডেট

Last Updated:

Indian Railways: যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবং যাত্রীদেরও যাতে অসুবিধা না হয়, সেই দিকটি মাথায় রেখে এই সিদ্ধান্ত ভারতীয় রেলের পক্ষ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান : সামনেই দীপাবলি। আলোর উৎসবের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যাবে হিন্দি ভাষাভাষী মানুষজনের অন্যতম বড় উৎসব ছট পুজো। ছট পুজো উপলক্ষে ভারতীয় রেল নিয়েছে বিশেষ ব্যবস্থা। ছট পুজো উপলক্ষে আসানসোল থেকে পাটনা পর্যন্ত চালানো হবে বিশেষ ট্রেন। যাত্রীদের সুবিধার্থে আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই স্পেশাল ট্রেন চালানো হবে।
আসানসোল স্টেশন।
আসানসোল স্টেশন।
advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, তিনদিনের জন্য আসানসোল পাটনা বিশেষ ট্রেন আসানসোল থেকে ছাড়বে দুপুর ১:২০ মিনিটে। পাটনা পৌছবে রাত ৮ নাগাদ। আবার পাটনা থেকে এই ট্রেন ছাড়বে রাত ১২:০৫ মিনিটে। আসানসোল পৌঁছবে সকাল ৬:১৫ মিনিট নাগাদ।

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রাপথে একাধিক স্টেশনে স্টপেজ দেবে আসানসোল-পাটনা স্পেশাল ট্রেন। থাকছে এয়ারকন্ডিশন অ্যাকোমোডেশন। আসানসোল থেকে পাটনার যাওয়াক পথে ট্রেনটি চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর, জসিডি, ঝাঝা, কিউল, মোকামা, বখতিয়ারপুর, পাটনা সাহেব এবং রাজেন্দ্রনগর জংশনে দাঁড়াবে। ফিরতি পথেও একই স্টেশনের স্টপেজ দেবে ট্রেনটি।

advertisement

আরও পড়ুনঃ KKR News: কে হচ্ছেন কেকেআরের নতুন অধিনায়ক? রেকর্ড দামে আসছেন মহাতারকা! নাম জানলে চমকে যাবেন

View More

প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান জেলার একটি বড় অংশে হিন্দি ভাষাভাষী মানুষজনের বসবাস। তারা অনেকেই কর্মসূত্রে, পড়াশোনার কারণে ভিন রাজ্যে এসে বসবাস করছেন। কিন্তু উৎসবের সময় ঝাড়খন্ড, বিহারে বাড়িতে ফিরে যান তারা। ফলে ওই রাস্তার ট্রেনগুলির উপর ব্যাপকভাবে চাপ বেড়ে যায়। স্বাভাবিকভাবেই যাত্রীদের সেই বাড়তি চাপ সামাল দিতে এবং যাত্রীদেরও যাতে অসুবিধা না হয়, সেই দিকটি মাথায় রেখে এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

advertisement

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja 2024: ছট পুজোয় যাত্রীদের জন্য বিশেষ ট্রেন! কখন-কোথা থেকে ছাড়বে? রইল সব আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল