TRENDING:

Indian Railways: বাড়বে গতি, দাঁড়াতে হবে না সিগন্যালে! লক্ষ লক্ষ যাত্রীদের জন্য বিরাট পদক্ষেপ রেলের, অনুমোদন দিয়ে দিল রেলমন্ত্রক

Last Updated:

Indian Railways: তৃতীয় লাইনের কাজ শুরু হবে। তৃতীয় লাইন চালু হলে হাওড়া থেকে খড়গপুর হয়ে মুম্বই কিংবা হাওড়া থেকে চেন্নাই যাওয়ার দূরপাল্লার ট্রেন আর দেরী হবে না। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: ফের নতুন ভাবনা রেল মন্ত্রকের। সম্প্রতি হাওড়া-চেন্নাই শাখায়, দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে তৃতীয় লাইনের কাজ শুরু হবে। বিজ্ঞপ্তি দিয়ে অনুমোদনের কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখা। ইতিমধ্যেই তৃতীয় লাইনের কাজ শুরু হবে। তৃতীয় লাইন চালু হলে হাওড়া থেকে খড়গপুর হয়ে মুম্বই কিংবা হাওড়া থেকে চেন্নাই যাওয়ার দূরপাল্লার ট্রেন আর দেরি হবে না।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

শুধু তাই নয়, একাধিক মালগাড়িকে সিগন্যালের জন্য অপেক্ষাও করতে হবে না। বেশ কয়েকশো কোটি টাকা খরচ করে তৃতীয় লাইনের কাজ শুরু হবে। খড়গপুর স্টেশন থেকে অনতিদূরে নিমপুরা ইয়ার্ড এবং খড়গপুর জংশনের মধ্যে এই তৃতীয় লাইনের কাজ সম্পন্ন হলে আদিত্যপুর থেকে খড়গপুর পর্যন্ত তৃতীয় লাইনের কাজ সম্পন্ন হয়ে যাবে। স্বাভাবিকভাবে সময়ে ট্রেন চালান সম্ভব হবে বলেই জানা গিয়েছে রেল সূত্রে।

advertisement

আরও পড়ুনঃ ৪৪ দিন পার, রাজা রঘুবংশী হত্যায় এবার মোড় ঘোরানো ঘটনা! রাজার পরিবার যা করল, সামনে আসছে অনেক বড় কিছু

সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখায় একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, খড়্গপুর স্টেশন থেকে নিমপুরা ইয়ার্ড পর্যন্ত তৃতীয় লাইনের অনুমোদন দিয়েছে রেলমন্ত্রকের। কলাইকুণ্ডা থেকে নিমপুরা পর্যন্তও তৃতীয় লাইন তৈরির অনুমোদন দিয়েছে রেল। স্বাভাবিকভাবে ব্যস্ততম এই রুটে অনেকটাই সুবিধা হবে রেল চলাচলে। ভোগান্তি আর পোয়াতে হবে না সাধারণ যাত্রীদের।

advertisement

View More

আরও পড়ুনঃ আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে? ইচ্ছে করলেও ‘এই’ সুস্বাদু সবজিগুলি ভুলেও ছোঁবেন না, নচেৎ বাড়বে ঝড়ের গতিতে

রেলমন্ত্রকের এই নির্দেশের পর দ্রুত এই কাজ শুরু হবে বলে জানান হয়েছে। এই দু’টি কাজ শেষ হলে হাওড়া-খড়্গপুর হয়ে মুম্বই এবং হাওড়া-চেন্নাই যাওয়ার দূরপাল্লার ট্রেনের পাশাপাশি মালগাড়ি এবং অন্যান্য ট্রেনকেও খড়্গপুর বা হিজলি স্টেশন ঢোকার আগে সিগন্যাল পেতে দেরি হবে না বলেই জানিয়েছে রেল।

advertisement

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, নিমপুরা ইয়ার্ড থেকে খড়্গপুর স্টেশন পর্যন্ত ৬.৪১ কিলোমিটার তৃতীয় লাইনের কাজ হবে। তার জন্য ১৫৭.৮৬ কোটি টাকা মঞ্জুর করেছে রেল। অন্যদিকে কলাইকুণ্ডা থেকে নিমপুরা ইয়ার্ড পর্যন্ত ১২.৩৩ কিলোমিটার তৃতীয় লাইনের জন্য মঞ্জুর হয়েছে ২২৪.৪৪ কোটি টাকা। শীঘ্রই এই কাজটি শুরু করা হবে। স্বাভাবিকভাবে ব্যস্ততম রুটে নতুন করে টাকা খরচ করে তৃতীয় লাইন শুরু হলেই অনেকটা যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: বাড়বে গতি, দাঁড়াতে হবে না সিগন্যালে! লক্ষ লক্ষ যাত্রীদের জন্য বিরাট পদক্ষেপ রেলের, অনুমোদন দিয়ে দিল রেলমন্ত্রক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল