বারুইপুর পৌর এলাকার বাসিন্দা নাম পরিচয় জানাতে অনিচ্ছুক এক মহিলা তার ডাক্তারি পড়ুয়া ছেলেকে নিয়ে কাকদ্বীপে যান ইলিশ মাছ কিনতে। সেখান থেকে ট্রেনে করে ফেরার সময় কুলপি স্টেশনে ঘটে-বিপত্তি। আপ কাকদ্বীপ শিয়ালদহ লোকালের একটি জেনারেল কামরার গেটের কাছেই বসে ছিলেন ওই মহিলা ও তার ডাক্তারি পড়ুয়া ছেলে।
advertisement
কুলপি স্টেশন থেকে ট্রেন ছেড়েছে সবে। ট্রেন পুর্ন গতি নেওয়ার পরেই আচমকায় মহিলার পিছন দিক থেকে গলায় থাকা সোনার চেন ছিঁড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে লাফ দিয়ে পালিয়ে যায় এক ছিনতাইবাজ। তখন ট্রেন পূর্ণ গতিতে চলতে শুরু করেছে। মহিলা চিল চিৎকার করে ওঠেন।
আরও পড়ুন: কোনওরকমে প্রাণ নিয়ে পালিয়েছেন! এখন কোথায় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি? জানা গেল ঠিকানা
তারপর তিনি বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেন। মহিলা অভিযোগে জানিয়েছেন তার গলায় এক ভরির সোনার হার ছিল ওর সঙ্গে ছিল তুলসির মালা। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে বারুইপুর জিআরপি। বুধবার রাতেই ওই ছিনতাইবাজকে গ্রেফতার করে বারুইপুর জিআরপি। ধৃত দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বাপি মণ্ডলকে জেরা করে ছিনতাই হওয়া সোনার চেনটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আজ শিয়ালদহ আদালতে তুলবে বারুইপুর জিআরপি।।