TRENDING:

Indian Railways: ইলিশ কিনে ট্রেনে উঠতেই এ কী হল! হঠাত্‍ পেছন থেকে একটা হাত এসে...ছেলের চোখের সামনেই যা হল মায়ের সঙ্গে, জানলে শিউরে উঠবেন

Last Updated:

ডাক্তারি পড়ুয়া ছেলের সামনেই ট্রেন থেকে ছিনতাই হয়ে গেল মায়ের গলার সোনার চেন। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদহ দক্ষিণ শাখার কুলপি স্টেশনে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর,সুমন সাহা:  ইলিশ মাছ কিনতে গিয়েই হল বিপত্তি। হাতে আর কয়েকটা দিন বাকি দুর্গা পুজো তার আগে বাঙালি আর এক উৎসব রান্না পুজো। আর এই রান্না পুজো মানেই ইলিশ মাছ। আর এখন ইলিশ মাছ পকেটে ছ্যাঁকা। আর তাই রান্না পুজোর আগে ইলিশের দাম একটু কম হওয়ার জন্য মা আর ছেলে বেরিয়েছিল ট্রেনে করে কাকদ্বীপের উদ্দেশে। আর তখনই ডাক্তারি পড়ুয়া ছেলের সামনেই ট্রেন থেকে ছিনতাই হয়ে গেল মায়ের গলার সোনার চেন। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদহ দক্ষিণ শাখার কুলপি স্টেশনে।
প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
advertisement

বারুইপুর পৌর এলাকার বাসিন্দা নাম পরিচয় জানাতে অনিচ্ছুক এক মহিলা তার ডাক্তারি পড়ুয়া ছেলেকে নিয়ে কাকদ্বীপে যান ইলিশ মাছ কিনতে। সেখান থেকে ট্রেনে করে ফেরার সময় কুলপি স্টেশনে ঘটে-বিপত্তি। আপ কাকদ্বীপ শিয়ালদহ লোকালের একটি জেনারেল কামরার গেটের কাছেই বসে ছিলেন ওই মহিলা ও তার ডাক্তারি পড়ুয়া ছেলে।

আরও পড়ুন: এখনই উঠবে ঝোড়ো বাতাস! ঘণ্টাখানেকের মধ‍্যেই ঝেঁপে বৃষ্টি আসছে ৫ জেলায়, জারি হলুদ সতর্কতা, শুক্রবারও কী বৃষ্টি? জেনে আবহাওয়ার রিপোর্ট

advertisement

কুলপি স্টেশন থেকে ট্রেন ছেড়েছে সবে। ট্রেন পুর্ন গতি নেওয়ার পরেই আচমকায় মহিলার পিছন দিক থেকে গলায় থাকা সোনার চেন ছিঁড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে লাফ দিয়ে পালিয়ে যায় এক ছিনতাইবাজ। তখন ট্রেন পূর্ণ গতিতে চলতে শুরু করেছে। মহিলা চিল চিৎকার করে ওঠেন।

View More

আরও পড়ুন: কোনওরকমে প্রাণ নিয়ে পালিয়েছেন! এখন কোথায় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি? জানা গেল ঠিকানা

advertisement

তারপর তিনি বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেন। মহিলা অভিযোগে জানিয়েছেন তার গলায় এক ভরির সোনার হার ছিল ওর সঙ্গে ছিল তুলসির মালা। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে বারুইপুর জিআরপি। বুধবার রাতেই ওই ছিনতাইবাজকে গ্রেফতার করে বারুইপুর জিআরপি। ধৃত দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বাপি মণ্ডলকে জেরা করে ছিনতাই হওয়া সোনার চেনটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আজ শিয়ালদহ আদালতে তুলবে বারুইপুর জিআরপি।।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: ইলিশ কিনে ট্রেনে উঠতেই এ কী হল! হঠাত্‍ পেছন থেকে একটা হাত এসে...ছেলের চোখের সামনেই যা হল মায়ের সঙ্গে, জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল