কিছুদিন আগেই এই হনুমানকে দেখা গিয়েছিল টাকি রোডে এক বাইকের পেছনে দিব্যি বসে ঘুরতে। তারও আগে আহত অবস্থায় ঢুকে পড়েছিল একটি ওষুধের দোকানে, যেন নিজেই চিকিৎসা নিতে এসেছিল! এবার তার ‘ভ্রমণের ডায়েরি’-তে যুক্ত হল লোকাল ট্রেন ভ্রমণও। চলন্ত ট্রেনেই যাত্রীদের সঙ্গে চট করে বন্ধুত্ব করে নেয় সে। কেউ কেউ তাকে আদর করে “বন্ধু” বলে ডাকতেও শোনা গেছে। কেউ আবার হাসতে হাসতে বলছেন, “আর একটু বস বন্ধু, এখনও তো স্টেশন আসেনি!”
advertisement
আরও পড়ুনঃ Rishabh Pant: ভাঙা পায়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮-য় শেষ ভারতের প্রথম ইনিংস
মজার বিষয়, যেন যাত্রীদের কথা সে বুঝতে পারে। স্টেশন এলে তবেই লাফ দিয়ে ট্রেন থেকে নেমে যায়—একদম অভিজ্ঞ লোকাল ট্রেন যাত্রীর মতো! এমনই নিখুঁত যাতায়াত দেখে নেটিজেনরা বলছেন,”এত স্মার্ট হনুমান আগে দেখিনি!” অনেকেই মজা করে মন্তব্য করছেন,”লোকাল ট্রেনের এখন এক নতুন নিয়মিত যাত্রী আছে!” প্রতিদিনকার কোলাহলে এমন ঘটনা একফালি আনন্দ এনে দিয়েছে নেটপাড়ায়। হাসনাবাদ লোকালের এই ‘ভিআইপি সওয়ার’ এখন সকলের নজরকাড়া তারকা। এবার দেখার, সে আবার কোথায়,কী চমকে দেয়!
জুলফিকার মোল্যা