যেখানে দুর্দশাগ্রস্ত যাত্রীদের, বিশেষ করে যারা অসুস্থ, আহত বা জরুরী চিকিৎসার প্রয়োজন, তাদের সময়মতো সহায়তা প্রদানে সহযোগিতা রেলের। হাওড়া এবং শিয়ালদহ বিভাগের আরপিএফ কর্মীরা তিনজন মহিলা যাত্রীকে উদ্ধার করে গুরুতর সহায়তা করেছেন।
আরও পড়ুন: দার্জিলিংয়ে দুর্গাপুজোয় আলাদা মাত্রা এনে দিলেন ‘ওঁরা’! ‘আগে কখনও দেখেনি’ বলছেন সবাই
advertisement
এদের মধ্যে ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে, অসুস্থ অবস্থায় একজন মহিলা যাত্রীকে একটি ট্রেন থেকে উদ্ধার করা হয় এবং দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হয়। পাশাপাশি বালিগঞ্জ – পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনের মধ্যে আহত অবস্থায় পাওয়া গেছে আরেক মহিলা যাত্রীকে। আরপিএফ আধিকারিকরা প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য দ্রুত কাজ করে এবং একটি সরকারি চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে যাবার ব্যবস্থা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে সাহেবগঞ্জ রেলওয়ে স্টেশনে, একজন মহিলা যাত্রী ট্রেনের ভিতরে প্রসব বেদনা অনুভব করছেন। তাকে দেখেই আরপিএফ কর্মীরা দ্রুত সহযোগিতা করেন। নিরাপদ চিকিৎসা সেবার জন্য তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। আরপিএফ সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যার মাধ্যমে এদিন তিনজন মহিলা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে সুস্থ ও স্বাভাবিক।






