ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশকে খবর দেন। দ্রুত খয়রাশোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত জয়দেব সূত্রধরকে উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: জাতীয় সড়কে টোটো-লরি মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত টোটো চালক, আহত ৩
advertisement
ডাক্তারদের মতে, জয়দেববাবুর মাথায় গুরুতর আঘাত লেগেছে। পাশাপাশি হাত-পা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান জয়দেব সূত্রধর। ঘটনার সঠিক কারণ জানতে রেল পুলিশ ও খয়রাশোল থানার যৌথ তদন্ত শুরু হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের মধ্যে এই দুর্ঘটনা নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রশ্ন উঠেছে, রেলযাত্রীদের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও। নিত্যযাত্রীরা বলছেন, ট্রেনের দরজা বন্ধ না থাকার কারণে এমন দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। রেল প্রশাসনের তরফে অবশ্য এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।






