TRENDING:

Indian Railways: গা ঘিন ঘিন করত দেখে...রেলের সম্পত্তি হয়ে উঠেছিল ভবঘুরেদের ঠেক! অবশেষে কী করা হল জানেন...

Last Updated:

স্টেশনের দক্ষিণে ফুট ওভারব্রিজ বন্ধ করা হল। বারুইপুর স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে সংস্কারের জন্য বন্ধ করা হয়েছে । 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর: বারুইপুর স্টেশনের দক্ষিণে ফুট ওভারব্রিজ বন্ধ করা হল। বারুইপুর স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে সংস্কারের জন্য বন্ধ করা হয়েছে । এর জেরে ট্রেন ধরতে ঝুঁকি নিয়ে লাইন পারাপার করতে হচ্ছে নিত্যযাত্রীদের। হচ্ছে না কোনও ঘোষণা। নেই রেল পুলিশও। যে কোনও সময় বড় বিপদ ঘটার আশঙ্কা। যদিও বারুইপুর স্টেশন ম্যানেজার বলেন, ‘‘মাইকিং চলছে। আমরা নজর রাখছি। বারুইপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্ম থেকে ১ নম্বর প্লাটফর্মে যাওযার ওভারব্রিজ বন্ধ করা হয়েছে। এই ওভারব্রিজের অবস্থা এমনিতেই বেহাল ছিল। ভবঘুরেদের আশ্রয় স্থলে পরিণত হয়েছিল ওভারব্রিজ। নোংরার গন্ধে যাতায়াত এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল।’’
ঝুঁকি নিয়ে লাইন পারাপার যাত্রীদের 
ঝুঁকি নিয়ে লাইন পারাপার যাত্রীদের 
advertisement

যদিও অভিযোগ, এতে হুঁশ ছিল না বারুইপুর স্টেশন কর্তৃপক্ষের। এছাড়াও, ২ নম্বর ও ৩ নম্বর প্লাটফর্মে যাওযার জন্য ওভারব্রিজ থেকে শৌচালয়ের কাছে যেতে হয় যাত্রীদের। যাতে প্রতিদিন চরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়তে হয় যাত্রীদের। প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর লাইন ধরে ১ নম্বর প্লাটফর্মের দিকে যাওযার পথে এই ওভারব্রিজের চাঙড় ভেঙে মৃত্যু হয়েছিল বারুইপুরের নায়েবের মোড়ের বাসিন্দা অসীমা প্রামাণিকের।

advertisement

আরও পড়ুন: ধনখড় তো সরলেন, তাহলে কি এবার শশী থারুর! জানেন, উপ-রাষ্ট্রপতি পদে কার নাম সবার উপরে?

কোনও মাইকিং না করে ওভারব্রিজ বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। অনেকেই বলেন ওভারব্রিজ দীর্ঘদিন ধরেই অযোগ্য হয়ে উঠেছিল। ভবঘুরেরা ওভারব্রিজে উঠলে পা ধরে টানতো। নোংরায় দুর্গন্ধে ঘিন ঘিন করত।

View More

আরও পড়ুন: খাড়্গের সঙ্গে দেখা..কেজরির সঙ্গে সাক্ষাৎ! আর সেই ফোন কল..ছিল কফিনে শেষ পেরেক, কেন ইস্তফা দিতে হল ধনখড়কে?

advertisement

আচমকা না ঘোষণা করে কেন বন্ধ করা হল ওভারব্রিজ। ক্ষুব্ধ যাত্রীরা বলেন, ‘‘বাধ্য হয়ে লাইন ধরে যাতায়াত করতে হচ্ছে। সন্ধ্যায় আবার ৪ নম্বর প্লাটফর্মে মালগাড়ি ঢুকিয়ে দিয়ে অবস্থা একেবারে হিমশিম খাওযার জোগাড় হয়। লাইন পেরিয়ে ১ নম্বর প্লাটফর্মে এসে তবে বাইরে যেতে হয়। সমস্যা নিয়ে উদাসীন বারুইপুর স্টেশন কর্তৃপক্ষ। অনেক বার স্টেশন ম্যানেজার কে জানান হলেও কাজ হয়নি। কতদিন ধরে এই সংস্কার চলবে তাও জানাচ্ছে না রেল।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: গা ঘিন ঘিন করত দেখে...রেলের সম্পত্তি হয়ে উঠেছিল ভবঘুরেদের ঠেক! অবশেষে কী করা হল জানেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল