TRENDING:

LED আলোয় মুড়ে দেওয়া হচ্ছে পূর্ব বর্ধমানের 'দুই' স্টেশন, কী কী বদল আসছে? জানুন বিশদে

Last Updated:

Indian Railways: এখানেই এবার টিকিট কাউন্টার থেকে ওয়েটিং রুম এবং নতুন খাবারের স্টল-সহ একগুচ্ছ প্রাথমিক সুযোগ-সুবিধা। ওয়েটিং রুম থেকে টিকিট কাউন্টার, মানকর ও পারাজ দুই স্টেশনে একগুচ্ছ যাত্রী স্বাচ্ছন্দমূলক কর্মসূচি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: পূর্ব রেলের দুই স্টেশনে নেওয়া হল একগুচ্ছ নতুন পরিকল্পনা। মানকর স্টেশন হল পূর্ব বর্ধমান জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, যার কোড MNAE। এই স্টেশনে চারটি প্ল্যাটফর্ম রয়েছে এবং এটি পূর্ব রেল জোনের অন্তর্গত। এখানেই এবার টিকিট কাউন্টার থেকে ওয়েটিং রুম এবং নতুন খাবারের স্টল-সহ একগুচ্ছ প্রাথমিক সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে।
ট্রেন স্টেশনের সুযোগ সুবিধা
ট্রেন স্টেশনের সুযোগ সুবিধা
advertisement

আরও একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন পারাজ স্টেশন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি রেল স্টেশন। এই স্টেশনের কোড PAJ। স্থানীয় এবং দূরপাল্লার ট্রেন চলাচলকারী স্টেশনগুলির মধ্যে অন্যতম এই রেল স্টেশনটি, যেখানে রয়েছে চার-চারটি প্ল্যাটফর্ম এবং এটি পূর্বরেলের (ER) জোনের অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: মাত্র ৫ টাকাই যথেষ্ট…! টানা ১ বছর ঘর থাকবে মশামুক্ত! শিখে নিন সহজ নির্ঝঞ্ঝাট টোটকা, ছোট্ট কৌশলেই কিস্তিমাত!

advertisement

স্টেশনটিতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা এবং পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যাত্রীদের সুযোগ-সুবিধা উন্নত করতে এবং নিরাপদ, আলোকিত স্টেশন চত্বরের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, আসানসোল বিভাগ মানকর এবং পারাজ স্টেশনগুলিতে নতুন শক্তি-সাশ্রয়ী LED আলো ব্যবস্থা চালু করেছে।

আরও পড়ুন: ১৮০কিমি/ ঘণ্টা বেগে ছুটবে লাইনে…! বন্দে ভারত স্লিপার ট্রেন চালু কবে থেকে? তারিখ ঘোষণা করলেন রেলমন্ত্রী, টিকিটের দাম হবে কত?

advertisement

মানকর স্টেশনে, প্ল্যাটফর্ম নং ১/২ এবং ৩/৪ জুড়ে ৭২-ওয়াটের LED আলো-সহ মোট ২২টি অষ্টভুজাকার খুঁটি (৫.৫ মিটার) স্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ডাবল-আর্ম ব্র্যাকেট সহ ৭২-ওয়াট LED আলো। এর মধ্যে রয়েছে PF ১/২-এ ১২টি খুঁটি এবং PF ৩/৪-এ ১০টি খুঁটি, যা স্টেশনের চলাচলকারী এলাকাগুলি আলোকিত করার প্রকল্প নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: খেজুরের গুড় ‘খাঁটি’ তো…! কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ভেজাল ‘গুড়’ কিনছেন নাকি দেখুন, শিখে নিন গুড় চেনার কৌশল!

সেরা ভিডিও

আরও দেখুন
শীত মানেই পিকনিক, মেদিনীপুরের ধামকুড়িয়ার জঙ্গলে চড়ুইভাতি না করলে কিন্তু বড় মিস
আরও দেখুন

একইভাবে, পারাজ স্টেশনে, প্ল্যাটফর্ম নং ১/২ এবং ৩/৪ জুড়ে ডাবল-আর্ম ৭২-ওয়াট এলইডি ফিটিং-সহ ১৮টি অষ্টভুজাকার খুঁটি স্থাপন করা হয়েছে। উন্নত আলো ব্যবস্থা ফুট ওভারব্রিজ, প্ল্যাটফর্ম এবং সুন্দর বসার জায়গা যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ দেবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
LED আলোয় মুড়ে দেওয়া হচ্ছে পূর্ব বর্ধমানের 'দুই' স্টেশন, কী কী বদল আসছে? জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল