মাত্র ৫ টাকাই যথেষ্ট...! টানা ১ বছর ঘর থাকবে মশামুক্ত! শিখে নিন সহজ নির্ঝঞ্ঝাট টোটকা, ছোট্ট কৌশলেই কিস্তিমাত!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mosquito Bite: মশার ধূপে যে সমস্ত গ্যাস নির্গত হয় সেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। তাই অনেকে সেগুলি ব্যবহার করতে চায় না। এর পাশাপাশি মশারা ডেকে আনে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগ। তাহলে উপায় কী? জানতে পড়ুন আজকের এই প্রতিবেদন। প্রাকৃতিক একটি পদ্ধতিতে মশা তাড়ানোর এই উপায়টি এই ক্ষেত্রে দুর্দান্ত। এই উপায়টি তৈরি করতে আপনাকে বাজারে গিয়ে নামমাত্র টাকা খরচ করতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
চেন্নাইয়ের গ্রিনলিফ ওয়েলনেস ক্লিনিকের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ রাধিকা মেনন তাঁর পরামর্শে বলেন, "প্রকৃতির সহজ, অ-বিষাক্ত এবং সাশ্রয়ী সমাধানের ভাণ্ডারে রসুন, তেজপাতা, সিট্রোনেলা, নিমতেল, লেমনগ্রাস, ল্যাভেন্ডার এবং ইউক্যালিপটাস সহ আরও অনেক কিছু রয়েছে। এই প্রাকৃতিক প্রতিরোধকগুলিকে সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হয় তা সঠিক ভাবে জানা আমাদের স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে মশার কামড় থেকে বাঁচার জন্য অপরিহার্য"।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
