অন্যান্য যানবাহনে যাতায়াত যেখানে খরচ সাপেক্ষ সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই ন্যূনতম ৫ টাকা ভাড়ায় যাতায়াত পরিষেবা দেয় ভারতীয় রেল। তবে বহু সংখ্যক যাত্রী সেই টিকিট টুকুও না কেটে যাতায়াত করেন। ফলে বিপুল অংকের ক্ষতির সম্মুখীন হতে হয় রেলকে। আর এই ক্ষতি আটকাতেই রেলের তরফ থেকে বিনা টিকিটে যাত্রা রুখতে চালু হয়েছে বিশেষ অভিযান। এদিনের এই অভিযানে সকাল সাড়ে ৯টা থেকে ১১ টা পর্যন্ত ৪৫ জন টিকিট পরীক্ষক প্রায় ৮৭৮ জন কে ফাইন করলেন। যার মধ্যে ৭২৮ জনকে বিনা টিকিটে যাতায়াত করার অভিযোগে ধরা হয়। করা হয় ফাইন, ফাইনের টাকাও নেহাতই কম নয়। মাত্র ওই কিছু সময়ের মধ্যেই ১ লক্ষ ৯১ হাজার ৭২০ টাকা আয় হয় রেলের। এদিন সব মিলিয়ে বিশেষ অভিযানে মোট রেলের আয় হয়েছে ২ লক্ষ ১৭হাজার ৭৮০ টাকা।
advertisement
আরও পড়ুন: পেঁপে কাঁচা নাকি পাকা, কোনটা খাওয়া বেশি উপকারী? জানুন বিশেষজ্ঞের মত
এই খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য স্টেশন গুলি থেকেও একদিনে টিকিট বিক্রি প্রায় তিন থেকে চার লক্ষ টাকা বেশি হয়েছে বলেও জানা যাচ্ছে রেলের তরফে। সিনিয়র ডিসিএম পবন কুমার জানিয়েছেন, আগামী দিনে হল্ট স্টেশন সহ বনগাঁ হাসনাবাদ এমনকি শিয়ালদহ দক্ষিণ শাখায় চালানো হবে টিকিট চেকিং অভিযান। এখন অনলাইনেও বাড়িতে বসে টিকিট কাটার সুবিধা পাচ্ছেন যাত্রীরা। সেই জায়গায় দাঁড়িয়ে বিনা টিকিটে যাত্রা রুখতেই রেলের এমন পদক্ষেপ। তাই এবার থেকে বিনা টিকিটে যাত্রা করার আগে হোন সাবধান, না হলে পথের মাঝেই হঠাৎ পড়তে হতে পারে বিপদে।
Rudra Narayan Roy