TRENDING:

Indian Post: মহাসাগরের দেখভাল কীভাবে হবে? চিঠি লিখে জানাতে পারলেই হাজার-হাজার টাকা পুরস্কার! দারুণ সুযোগ

Last Updated:

Indian Post: মহাসাগরের দেখভাল কীভাবে হবে! তা জানতে বিশ্ব জুড়ে চিঠি লেখার প্রতিযোগিতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মহাসাগরের দেখভাল কীভাবে হবে, তা জানতে আয়োজন করা হল চিঠি লেখার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নেবে কিশোর-কিশোরীরা। আন্তর্জাতিক স্তরে চিঠি লেখার এই প্রতিযোগিতার আয়োজন করেছে ভারতীয় ডাক বিভাগ। চিঠি লেখার বিষয়বস্তু ‘ধরে নাও তুমি নিজেই একটি মহাসাগর। কাউকে চিঠি লিখে জানাও, কেন এবং কীভাবে সে তোমার দেখভাল করবে’। নিজের জন্মভূমির পাশাপাশি বিশ্বের এই বিপুল জলরাশিকে সুস্থ ও স্বাভাবিক রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সাগর
সাগর
advertisement

৯ থেকে ১৫ বছরের মধ্যে যাদের বয়স, তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। স্কুলগুলিও ওই বিষয়ে উদ্যোগ নিতে পারে। চিঠিতে শব্দ সংখ্যা হতে হবে ৮০০-র মধ্যে। আগামী ২০ মার্চের মধ্যে চিঠি পাঠাতে হবে ডাক বিভাগের সংশ্লিষ্ট সার্কেলে। চিঠি লেখা যাবে ইংরেজি, অথবা অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত যে কোনও আঞ্চলিক ভাষায়। চিঠি লিখতে হবে হাতে। কোনও টাইপ করা চিঠি গ্রাহ্য হবে না, জানিয়েছে ডাক বিভাগ।

advertisement

আরও পড়ুন: ‘জয় এবার আসবেই!’ ফের ভোট ম্যানেজার হলেন প্রশান্ত কিশোর! ২০২৬-এ কোন দলের দায়িত্বে পিকে? চমকে যাবেন শুনে

ডাক বিভাগের কর্তারা জানাচ্ছেন, প্রথম পর্যায়ে প্রতিটি সার্কেলে এই প্রতিযোগিতা হবে। অর্থাৎ এরাজ্যে যাঁরা অংশ নেবেন, তাঁরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে চিঠি পাঠাবেন। প্রতিটি সার্কেলে সেরা তিনটি চিঠি নির্বাচন করা হবে। সেখানে পুরস্কার মূল্য ২৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা।

advertisement

সার্কেলের সেরা চিঠিগুলি সর্বভারতীয় স্তরে নির্বাচনের জন্য যাবে। সেখানে সেরা তিনটি বিভাগে পুরস্কার মূল্য ৫০ হাজার, ২৫ হাজার ও ১০ হাজার টাকা। সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতায় সফল হওয়া চিঠি যাবে ইউনির্ভার্সাল পোস্টাল ইউনিয়ন, সুইজারল্যান্ডে। সেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা চিঠিগুলির মধ্যে থেকে নির্বাচিত হবে সেরা চিঠি। যারা চিঠি পাঠাবে, তাদের একটি নির্দিষ্ট ‘ফরম্যাট’-এ বেশ কিছু তথ্য জানাতে হবে।

advertisement

এ রাজ্যে চিঠি পৌঁছতে হবে ‘তুষারকান্তি চৌধুরী, অফিস অফ চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, রুম নম্বর ৫০৭, পি-৩৬ সিআর অ্যাভিনিউ, যোগাযোগ ভবন, কলকাতা ১২’ ঠিকানায়। ডাক বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা নজর কেড়েছে সকলের।

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল
আরও দেখুন

—–নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Post: মহাসাগরের দেখভাল কীভাবে হবে? চিঠি লিখে জানাতে পারলেই হাজার-হাজার টাকা পুরস্কার! দারুণ সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল