Prashant Kishor: 'জয় এবার আসবেই!' ফের ভোট ম্যানেজার হলেন প্রশান্ত কিশোর! ২০২৬-এ কোন দলের দায়িত্বে পিকে? চমকে যাবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: নির্বাচনী কৌশলবিদ হিসাবে এর আগে কাজ করা প্রশান্ত সম্প্রতি বিজয়ের পার্টিতে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন।
advertisement
advertisement
advertisement
সূত্রের খবর, বৈঠকে টিভিকে-র প্রধান অভিনেতা বিজয় সরাসরি পিকে’র দেখানো পথেই হাঁটতে চলেছেন। প্রশান্ত কিশোরকে ‘স্পেশাল অ্যাডভাইজার’ করা হয়েছে টিভিকে দলের। যদিও আগে ডিএমকে-র হয়ে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর। ২০২১ সালে চেন্নাইয়ের মাটিতে সহজ জয়ও আসে। তবে এবার পরিস্থিতির বদল হয় কী না সেদিকে নজর থাকবে।
advertisement
advertisement