পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাখিরালায় বেশ জনপ্রিয়।শীতের মরশুমে এক ঝাঁক পরিযায়ী পাখির দেখা মেলে এখানে। রং-বেরঙের পাখির ছবি ক্যামেরাবন্দি করতে আসেন বহু পাখিপ্রেমী। কিন্তু এবার কোনও পরিযায়ী পাখি নয়, ভারতীয় প্রজাতিরই এক বিশেষ পাখির ছবি তুলতে ছুটে আসছে সবাই। আর জায়গাটাও কিন্তু পাখিরালয়ে নয়। ভারতীয় প্রজাতির এই পাখির দেখা মিলেছে পূর্বস্থলী-২ ব্লকের বেলগাছি গ্রামে।
advertisement
আরও পড়ুন: ভোটের গোবরডাঙায় হাসপাতালই মূল ইস্যু, মমতার আশ্বাসে ভরসা রাখবে নাটকের শহর?
যে পাখিটিকে নিয়ে এত উন্মাদনা তার নাম ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার। স্থানীয় বাসিন্দা সৌরভ দাস বলেন, এখানে এই পাখিটার বাসার সন্ধান পাওয়া গেছে। ওটা সচরাচর দেখা যায় না। কিন্তু বাসাটা যেহেতু লোকালয়ের মধ্যে করেছে তাই পাখিপ্রেমীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। প্রতিদিন তার ছবি তুলতে কলকাতা সহ অন্যান্য জেলা থেকে ২০-২৫ করে আসছেন।
জানা গিয়েছে এই ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার পাখিকে সাধারণত সচরাচর দেখা যায় না। কিন্তু সেই পাখিটিই বেলগাছি গ্রামের একটি আম বাগানে বাসা বেঁধে তিনটি ছানার জন্ম দিয়েছে। আর এহেন ঘটনা চোখে পড়ার পর থেকেই এই পাখিকে দেখার জন্য উত্তেজনার সৃষ্টি হয় সকলের মধ্যেই।
পাখির খবর পেয়ে বহু দূর-দূরান্ত থেকে গত পাঁচ-ছয় দিনে বহু পাখি প্রেমী মানুষ ছুটে এসেছেন। নামি দামী ক্যামেরা এনে বন্দি করেছেন ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার পাখির সুন্দর সুন্দর ছবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনটে বাচ্চা সহ মোট পাঁচটা পাখি ছিল। কিন্তু এখন সব পাখিই উড়ে গিয়েছে।
বনোয়ারীলাল চৌধুরী