দত্তপুকুর নিবাধুই জাগ্রত সংঘের ফুটবল কোচিং ক্যাম্পে ভারতীয় প্রাক্তন অধিনায়ককে সামনে পেয়ে উঠতিফু টবলারদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়। বাইচুং জানান,"ফুটবলে আগামীর ভবিষ্যৎ ভালো। বিশেষ করে মহিলারা যেভাবে এগিয়ে যাচ্ছেন জাতীয় ফুটবলে।" পাশাপাশি এই ধরণের ফুটবল একাডেমির জন্য তার তরফ থেকে সবরকম সহযোগিতা থাকবে বলেও জানান প্রাক্তন ফুটবল অধিনায়ক।এই মাঠে খেলা ইন্ডিয়া অনুর্ধ্ব ১৯ শে তিন জন মেয়ে সুযোগ পেয়েছে, যা মহিলা ফুটবলে অনেক গর্বের ব্যাপার বলেও মত বাইচুং ভুটিয়ার।
advertisement
ফুটবল কোচিং ক্যাম্পের দায়িত্বে থাকা দীপেন্দু কুমার রায় জানান,বাইচুং তার ক্যাম্পের মহিলা ফুটবলারদের সঙ্গে দেখা করতে ও কথা বলতেই এসেছিলেন। প্রসঙ্গত, দীপেন্দুবাবুর মা প্রয়াত দূর্গা দেবীর হাত ধরেই দত্তপুকুরে মহিলা ফুটবলের শুরু। মায়ের স্বপ্নকে স্বার্থক করতে ছেলে দীপেন্দু চালিয়ে যাচ্ছেন লড়াই। বাইচুং মনে করেন,মহিলারা যেভাবে কন্যাশ্রী কাপে সাফল্য এনেছে এরপর বেঙ্গল খেলে ইন্ডিয়ায় সুযোগ করে নিচ্ছে সেখানে ফেডারেশন এবং আইএফএকে আরও বেশি করে তাদের গুরুত্ব দেওয়া উচিৎ।
Rudra Narayan Roy