আরও পড়ুন: ভারতীয় দলের ভবিষ্যৎ স্পিডস্টার বেড়ে উঠছে বসিরহাটে!
শীতকালে বিভিন্ন অনুষ্ঠান হলেও তাতে গাঁদা ফুলের থেকে রজনীগন্ধা, গোলাপ সহ অন্যান্য ফুলের চাহিদা বেশি থাকে। বিয়ের ডেকরেশনে গাঁদা ফুল লাগে, কিন্তু ততটাও নয়। মাঝে আবার মল মাস চলায় বিয়ের অনুষ্ঠান বন্ধ ছিল। ফলে আরওই কমে গিয়েছিল গাঁদা ফুলের চাহিদা। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর, গোবরডাঙা এলাকায় লাইন দিয়ে গাঁদাফুল চাষ হয়। এ বছর ফলন অত্যন্ত ভাল হয়েছে, তাতেই দাম আরও কমেছে। ঠিকমত দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন এই কৃষকরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই অবস্থায় গরম পড়লেই গাঁদাফুলের চাহিদা আরও অনেকটাই বেড়ে যাবে বলে জানিয়েছেন এই ফুল চাষিরা। কারণ গরমকালে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বেশি হয়। আর তাতে ফুল বেশি করে লাগে। তাছাড়া গরমের সময় অন্যান্য ফুল ততটা পাওয়া যায় না। সেই ঘাটতি পূরণ করতে হয় গাঁদাফুল দিয়েই। ফলে স্বাভাবিক নিয়মে চাহিদা বাড়লেই গাঁদাফুলের দর উঠবে বলে আশায় বুক বেঁধে আছেন এই চাষিরা।
রুদ্রনারায়ণ রায়