তিনি উত্তর ২৪ পরগনার বাগদাহ ব্লকের বারাণসীপুর গ্রামের বাসিন্দা। মোটরসাইকেল স্টান্টের মাধ্যমে বিশেষ সাহসিকতা, দক্ষতা এবং নিয়ন্ত্রণের নিদর্শন দেখান সুজিত-সহ তাঁর দল। ভারতের তেরঙ্গা পতাকা নিয়ে যখন তাঁরা একের পর এক নজর কারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্টান্ট দেখান, তখন হাততালিতে ফেটে পড়ে বিদেশের দর্শক মহল। সেশেলসের স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করা একান্ত গর্বের বিষয় বলেই মনে করেন সুজিত সহ ভারতীয় প্রতিনিধি দল এমনকি ভারতীয় হাইকমিশনের আধিকারিকেরাও।
advertisement
তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ? প্রাক্তনীর গুরুত্ব বোঝালেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
৮ বছর পর বাবার রেনকোট পরতে গিয়ে পকেটে হাত, এ কী… যা বেরোল, তা স্বপ্নেও ভাবেননি ছেলে!
হাবিলদার সুজিত মন্ডলের এই কৃতিত্বে উচ্ছ্বসিত তাঁর গ্রামের বাড়ির পরিবার, গ্রামের মানুষজন-সহ গোটা এলাকা। প্রতিবেশীরা জানান, আমাদের বারাণসীপুরের ছেলে সারা বিশ্বের সামনে ভারতের মুখ উজ্জ্বল করেছে, এটা ভাবতেই গর্ব হচ্ছে। প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীর \’ডেয়ারডেভিলস\’ দল দেশের অন্যতম অভিজাত এবং প্রশিক্ষিত মোটরসাইকেল স্টান্ট টিম। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে এর আগেও তাঁরা ভারতের পতাকা উড়িয়েছেন।
প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজেও এই দলের বিশেষ প্রদর্শনী দেখা যায়। সেনাবাহিনীতে থেকে দেশের সেবা করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে কৃতিত্ব অর্জন করে বাংলার এই সন্তানের সাফল্য, নিঃসন্দেহে নতুন প্রজন্মকেও অনুপ্রেরণা যোগাবে।
Rudra Narayan Roy
