এই শুকনো পর সেগুলি টুকরো টুকরো করে কেটে বিক্রি করা যাবে। ছোট ছোট টুকরোর দাম থাকে ২ টাকা থেকে ৩ টাকা। ফলে এই রকম টুকরো করে প্রতিদিন ১ হাজার থেকে ২ হাজার টাকা উপার্জন করা কোনোও ব্যাপার নয়। বেশি পরিমাণে বিক্রি করলে আরও লাভ হবে। আর যদি আপনি সামান্য কাজ শিখে নেন, তাহলে আপনি সেগুলি ছোট ছোট ক্যাপ আকারে তৈরি করতে পারবেন। সেই এক একটি ক্যাপের দাম থাকে ৮ টাকা। ফলে লাভ একটু বেশি হয়।
advertisement
আরও পড়ুন : অতিথিদের ভিড়ে জমে উঠেছিল আসর, কিন্তু শেষ মুহূর্তে সব উল্টে দিল কনে! নাবালিকার কাণ্ড অবাক করবে
শোলার কাজের জন্য অনেকগুলি প্রক্রিয়া ধাপে ধাপে পার করতে হয়। তার মধ্যে প্রথম হচ্ছে এই কাজ। এই কাজের জন্য শোলার কাজ না জানলেও চলে। খরচ একেবারে নেই। শুধু অগভীর জমি, যেখানে চাষ হয়না, সেখানে এই গাছ চাষ করা যায়। বাণিজ্যকভাবে অনেকজমিতে চাষ করলেও সমস্যা নেই। এই গাছ কেটে এনে শুকনো করতে হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর সেই শুকনো শোলাগাছের নরম কান্ডের অংশ থেকে ছুরি দিয়ে পাতলা করে কেটে শোলা তুলতে হয়। এরপর সেগুলিকে বাজারে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে কিনে শিল্পীরা কাজ করেন। ফলে সমস্ত কিছু করার আগে শোলা কেটে প্রস্তুত করা খুবই জরুরি। এই কাজ করে লাভ করতে পারবেন আপনিও।