পাকিস্তানের রেঞ্জার এর হাতে আটক ২৪ ব্যাটালিয়নের বিএসএফ কনস্টেবল পুর্নম কুমার সাউ। বছর চল্লিশের ওই সেনা জবানের বাড়ি হুগলির রিষড়া হরিসভায়। পঞ্জাবের ফিরোজগঞ্জ বর্ডার পোস্টিং ছিল। ৩১ মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়ে যান। গতকাল রাত আটটায় স্ত্রীকে ফোন করে এক বন্ধু। তার বাবা-মা স্ত্রী ও সাত বছরের এক সন্তান রয়েছে রিষড়ায়।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
ছেলের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন পুনামের মা দেবান্তি দেবী। তিনি বলেন, তারা এক বন্ধু ফোন করলে তখন আমরা জানতে পারি। আমি চাই আমার ছেলে সুস্থ ভাবে বাড়ি ফিরে আসুক।
স্ত্রী রজনী সাউ বলেন, পুনমের এক বন্ধু ফোন করে বলেন অন ডিউটি থাকা অবস্থায় পাকিস্তানের লোক তাকে ধরে ফেলেছে। আমার সঙ্গে পরশু রাতে কথা হয়েছে। ১৭ বছর ধরে বিএসএফের চাকরি করছে। আমি চাই তাড়াতাড়ি ঘরে ফিরে আসুক।
রাহী হালদার