TRENDING:

ষষ্ঠীর রাতে পাকিস্তান বধ! এশিয়া কাপের ফাইনালে 'অসুর' নিধন, ট্রফি ফেরাল ভারত, পুজো মণ্ডপে 'ইন্ডিয়া ইন্ডিয়া' রব

Last Updated:

India Wins Asia Cup 2025: এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে 'অসুর' হিসাবেই বধ করল ভারত। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়, চ্যাম্পিয়ন হলেও ট্রফি নেয়নি ভারতীয় দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করলেন সূর্যকুমার যাদবেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: ষষ্ঠীর রাতে পাকিস্তান বধ। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ‘অসুর’ হিসাবেই বধ করল ভারত। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়, চ্যাম্পিয়ন হলেও ট্রফি নেয়নি ভারতীয় দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করলেন সূর্যকুমার যাদবেরা। প্রতিটা ভারতবাসীর মতোই পাকিস্তানকে বয়কট করল ভারতীয় ক্রিকেট দল। আর সেই দৃশ্য দেখে উল্লাসে মাতলেন বনগাঁয় পুজো দেখতে আসা প্রতিটা দর্শনার্থী।
ষষ্ঠীর রাতে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান বধ
ষষ্ঠীর রাতে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান বধ
advertisement

ভারত-পাকিস্তান ম্যাচ উপলক্ষে বনগাঁর একাধিক পুজো মণ্ডপের সামনে জায়েন্ট স্ক্রিন বসানো হয়। ভারতের ব্যাটিং শুরু হতেই এক এক করে জায়েন্ট স্ক্রিনের সামনে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। মণ্ডপের সামনে থেকে ভিড় বেশি জমে স্ক্রিনের সামনে। খেলা দেখার তুমুল উন্মাদনা।

আরও পড়ুনঃ বাংলায় বসেই রাজস্থানের স্বাদ! জয়পুরের মস্ত বিড়লা মন্দির এবার বর্ধমানেই, রাজকীয় স্থাপত্যে চোখ ধাঁধানো আলোকসজ্জা

advertisement

ভারতের উইকেট পড়তেই মুখ ফ্যাকাসে হয়ে যাচ্ছিল দর্শনার্থীদের। ১৯’তম ওভারে শেষ বলে ৬ মারতে গিয়ে শিবম দুবে আউট হতেই আরও একবার হতাশ হয়ে পড়েন ভারতীয় সমর্থকরা। শেষ ওভারের দ্বিতীয় বলে তিলক বর্মা ছয় মারতেই উল্লাসে ফেটে পড়েন সকলে। রিঙ্কুর ব্যাট থেকে আসা একটি রানে জয় সুনিশ্চিত করে ভারত।

আরও পড়ুনঃ যাদের ঢাকের তালে মুখরিত হয় পুজো মণ্ডপ, দোলে ওঠে মন! সেই ঢাকিরাই কেন উৎসব থেকে বঞ্চিত? ডঙ্কায় বিষাদের সুর

advertisement

ভারতের জয় সুনিশ্চিত হতেই কার্যত আনন্দে আত্মহারা হয়ে পড়েন বনগাঁয় পুজো দেখতে আসা প্রতিটা দর্শনার্থী। সকলের মুখে কেবল ‘ইন্ডিয়া’ ‘ইন্ডিয়া’ চিৎকার। প্রতাপগড় স্পোটিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে আনন্দের নাচ শুরু করে দেন তারা। ষষ্ঠীর রাতে পাকিস্তানকে অসুর হিসাবেই বধ করল ভারত, এমনটাই জানাচ্ছেন সকলে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ষষ্ঠীর রাতে পাকিস্তান বধ! এশিয়া কাপের ফাইনালে 'অসুর' নিধন, ট্রফি ফেরাল ভারত, পুজো মণ্ডপে 'ইন্ডিয়া ইন্ডিয়া' রব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল