ভারত-পাকিস্তান ম্যাচ উপলক্ষে বনগাঁর একাধিক পুজো মণ্ডপের সামনে জায়েন্ট স্ক্রিন বসানো হয়। ভারতের ব্যাটিং শুরু হতেই এক এক করে জায়েন্ট স্ক্রিনের সামনে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। মণ্ডপের সামনে থেকে ভিড় বেশি জমে স্ক্রিনের সামনে। খেলা দেখার তুমুল উন্মাদনা।
advertisement
ভারতের উইকেট পড়তেই মুখ ফ্যাকাসে হয়ে যাচ্ছিল দর্শনার্থীদের। ১৯’তম ওভারে শেষ বলে ৬ মারতে গিয়ে শিবম দুবে আউট হতেই আরও একবার হতাশ হয়ে পড়েন ভারতীয় সমর্থকরা। শেষ ওভারের দ্বিতীয় বলে তিলক বর্মা ছয় মারতেই উল্লাসে ফেটে পড়েন সকলে। রিঙ্কুর ব্যাট থেকে আসা একটি রানে জয় সুনিশ্চিত করে ভারত।
ভারতের জয় সুনিশ্চিত হতেই কার্যত আনন্দে আত্মহারা হয়ে পড়েন বনগাঁয় পুজো দেখতে আসা প্রতিটা দর্শনার্থী। সকলের মুখে কেবল ‘ইন্ডিয়া’ ‘ইন্ডিয়া’ চিৎকার। প্রতাপগড় স্পোটিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে আনন্দের নাচ শুরু করে দেন তারা। ষষ্ঠীর রাতে পাকিস্তানকে অসুর হিসাবেই বধ করল ভারত, এমনটাই জানাচ্ছেন সকলে।