TRENDING:

India Pakistan Relation: দু'বছর পার, পাকিস্তানের কালকুঠুরিতে দুই বাঙালির কী করুণ দিনযাপন! পরিবারের বুকচাপা আর্তি, ঘরের ছেলে ঘরে ফিরুক

Last Updated:

India Pakistan Relation: মাছ ধরতে ধরতে ভুলবশত জলসীমা অতিক্রম করতেই পাকিস্তানের কোস্টগার্ড তাঁদের আটক করে। এরপর থেকেই পাকিস্তানের করাচি জেলে বন্দি রয়েছেন দুই তরুণ মৎস্যজীবী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, জুলফিকার মোল্যা: দু’বছর ধরে পাকিস্তানের জেলে দুই মৎস্যজীবী, পরিবারের আর্তি, ”ঘরের ছেলে ঘরে ফিরুক।” রাতের অন্ধকারে জলসীমা বোঝা যায়নি। মাছ ধরতে গিয়ে ভুলবশত পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে ভারতীয় ট্রলার।
advertisement

তারপরই পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে দুই বাঙালি মৎস্যজীবী। প্রায় দু’বছর ধরে পাকিস্তানের করাচি জেলে বন্দি রয়েছেন তারা। আজ তাঁদের পরিবারের একটাই আবেদন, “জীবিত অবস্থায় যেন ছেলেরা ফিরে আসে ঘরে।”

বন্দি দুই মৎস্যজীবীর নাম লাল্টু দাস ও সুজয় দাস। উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার মমিনপুর গ্রামের বাসিন্দা। ২০২৩ সালে তাঁরা কেরলের একটি ট্রলারে মাছ ধরার কাজে যুক্ত ছিলেন। সেখান থেকে মাছ ধরার কাজে গিয়েছিলেন গুজরাত উপকূলে। কিন্তু একদিন মাছ ধরতে ধরতে ভুলবশত জলসীমা অতিক্রম করতেই পাকিস্তানের কোস্টগার্ড তাঁদের আটক করে।

advertisement

আরও পড়ুন: ‘এটাই আমার শেষ দিওয়ালি, ক্যানসার জিতে গেল! আমি শেষ হয়ে যাচ্ছি’, তরুণের ভাইরাল পোস্টে হাহাকার!

View More

এরপর থেকেই পাকিস্তানের করাচি জেলে বন্দি রয়েছেন দুই তরুণ মৎস্যজীবী। পরিবারের বক্তব্য, ”প্রায় আট মাস আগে শেষবার পাকিস্তানের জেল থেকে ভিডিও কলে কথা হয়েছিল লাল্টু আর সুজয়ের সঙ্গে। তার পর থেকে আর কোনও যোগাযোগই নেই। আগে চিঠি আদান-প্রদান হত, এখন সেটাও বন্ধ। আমরা বসিরহাট ও মাটিয়া থানায় জানিয়েছি। দিল্লি পুলিশও এসেছিল কিছুদিন আগে, তথ্য নিয়ে গিয়েছিল, কিন্তু তারপর আর কিছুই জানান হয়নি।”

advertisement

আরও পড়ুন: রাত নামলেই ঘরে ঢুকে বিরক্ত করে, আলো নিভলেই ‘মৃত্যু’ শ্যামাপোকার! কী খায় এই পোকা? জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
আলিপুরদুয়ারের অলিওলিতে গা ছমছমে ভাব! ভূত চতুর্দশীতে হবে জম্বিদের তাণ্ডব
আরও দেখুন

বন্দি দুই যুবকের মা-বাবা ও পরিবারের সদস্যদের চোখে এখন কেবলই এক প্রশ্ন, ”আমাদের ঘরের ছেলে কি আর ঘরে ফিরবে?” দু’বছর কেটে গিয়েছে। ঘরে ফিরে আসেনি পরিবারের একমাত্র রোজগেরে ছেলেরা। দাস পরিবার আজও তাকিয়ে আছে খোলা আকাশের দিকে, প্রতিদিন আশা করে, কোনও একদিন হয়তো খবর আসবে, লাল্টু ও সুজয় ফিরে এসেছে দেশে, ফিরে এসেছে তাঁদের আপন ঘরে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Pakistan Relation: দু'বছর পার, পাকিস্তানের কালকুঠুরিতে দুই বাঙালির কী করুণ দিনযাপন! পরিবারের বুকচাপা আর্তি, ঘরের ছেলে ঘরে ফিরুক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল