TRENDING:

India Bangladesh border: ভারত-বাংলাদেশের সম্পর্কের প্রভাব! সীমান্তে মাছি তাড়াচ্ছে নতুন বন্দর, মাথায় হাত ব্যবসায়ীদর

Last Updated:

India Bangladesh border: ভারত বাংলাদেশের সম্পর্কে অবনতির পরই বদলেছে সীমান্তের ব্যবসার ছবি, নতুন বন্দর নির্মাণ হলেও মাছি তাড়াচ্ছেন অনেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উওর ২৪ পরগনা: বদলেছে আগের চেনা ছবি, বেলা হলেই খাঁ খাঁ করছে গোটা এলাকা। কেউ আবার বলছেন কোভিড কালেও এমন চিত্র দেখা যায়নি। ভারত-বাংলাদেশের মধ্যে বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলের চেহারা যে খুব একটা ভাল না তা এক কথায় স্বীকার করছেন স্থানীয় ব্যবসায়ী থেকে সীমান্ত এলাকার মানুষজনও।
মৈত্রী দুয়ার
মৈত্রী দুয়ার
advertisement

আরও পড়ুন: কোটি কোটি টাকা দিয়ে বিলাসবহুল বিমানে ভারতে আনা হল তাহাউরকে! কী কী রয়েছে বিশেষ বিমানে? কত খরচ?

স্থানীয়রাই জানালেন, গত বছরের ঈদেও যেখানে পেট্রাপোল স্থলবন্দর এলাকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবসায় যুক্ত মানুষদের দম ফেলার ফুরসত ছিল না, তারা এবার মাছি মেরেছেন। ভ্যানওয়ালা থেকে অটো-সহ মুদ্রা বিনিময়কারীরাও এখন তাই দিনবদলের আশায়। যাত্রী পারাপার ও পণ্য পরিবহন চালু থাকলেও, অতীতের যাত্রী পারাপারের যে চাপ লক্ষ্য করা যেত সীমান্তে তা এখন অনেকটাই কম।

advertisement

ভারত সরকার বাংলাদেশিদের জন্য ৬০ শতাংশ ট্যুরিস্ট ভিসা, ৩০ শতাংশ মেডিকেল ভিসা এবং বাকি অন্য ভিসা প্রদান করে থাকে। কিন্তু এবারে ভিসা ইস্যু হয়নি সেভাবে, ফলে সীমান্ত এলাকায় নির্ভরশীল ব্যবসায়ী মানুষজনদের লক্ষ্মীলাভ অনেকটাই বাধা পেয়েছে। নতুন পেট্রাপোল আধুনিক বন্দর নির্মাণ হলেও, আশা ছিল ব্যবসা-বাণিজ্য অনেকাংশেই বাড়বে। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই আশায় অনেকটাই যেন জল ঢেলেছে।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশকে মোক্ষম শিক্ষা দিল ভারত! বন্ধ হয়ে যেতে পারে তিন দেশের সঙ্গে বাণিজ্য, মাথায় হাত ইউনূসের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এখন তাই সীমান্ত এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় মানুষজন চাইছেন দ্রুত বদলাক দুদেশের মধ্যে পরিস্থিতি। আবারও আগের মতোই স্বাভাবিক হয়ে যাক পেট্রাপোল বন্দর, যাতায়াত করুক দুদেশের পর্যটক আর তাতেই যেন হাসি ফুটবে সীমান্ত এলাকার এই মানুষদের মুখে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh border: ভারত-বাংলাদেশের সম্পর্কের প্রভাব! সীমান্তে মাছি তাড়াচ্ছে নতুন বন্দর, মাথায় হাত ব্যবসায়ীদর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল