মুর্শিদাবাদ জেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত। জেলার জলঙ্গীর বিস্তীর্ণ এলাকা সীমান্তে ঘেরা। জলঙ্গীর ভারত-বাংলাদেশ সীমান্তের সরকারপাড়া এলাকার মানুষদের নজরে পড়ে বাংলাদেশের ভূখন্ডের মধ্যেই নতুন করে ছাউনি তৈরি করেছে বিজিবি। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
আরও পড়ুন: অনবরত চুলকানি? কোন ভিটামিনের অভাবে গা-হাত-পা চুলকায় জানেন? বড় ক্ষতির আগে জানুন
advertisement
চাষি সুজানুর শেখের অভিযোগ, ‘বাংলাদেশের যে ভূখণ্ডে হঠাৎ-ই সেনা ছাউনি তৈরি করেছে। বিজিবি যে জায়গায় সেনা ছাউনি তৈরি করেছে সেখানে আগে কোনও সেনা ছাউনি ছিল না। হঠাৎই রাতারাতি তৈরি করা হয়েছে এই সেনা ছাউনি।’ এর আগেও সীমান্তের জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের আক্রমণের শিকার হতে হয়েছে ভারতীয় কৃষকদের। এবার নতুন করে বাংলাদেশের বিজিবির ছাউনি তৈরি হওয়ায় উৎকণ্ঠায় স্থানীয় বাসিন্দারা, কারণ সীমান্তে যদি চাষ করতে যাওয়া হয় তাহলে আবার সমস্যার সম্মুখীন হতে পারে।
আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের থোড় এক ভয়ানক রোগের চরম শত্রু! জানতেন?
এর আগেও সীমান্তের জমিতে চাষ করতে গিয়ে সমস্যা হত। তবে বিএসএফের সমঝোতার কারণে তা অনেকটাই সমাধান হয়েছে। যদিও অন্য এক চাষি নজরুল মণ্ডলের দাবি, বাংলাদেশের অশান্তির আঁচ এবার মুর্শিদাবাদের দোরগোড়ায়? আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এই বিষয়টি তাঁদের জানা। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই বিজিবি ছাউনি তৈরি করেছে। সমস্যার কিছু নেই।
কৌশিক অধিকারী