সড়কপথে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রাক এবং সাধারণ যানবাহন যাতায়াত করে। কড়া নজর রাখে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সীমান্তে নিষিদ্ধ বা বেআইনি পণ্য প্রবেশ রুখতে নিয়মিত তল্লাশি চালায় বিএসএফ। সম্প্রতি টহলের সময় একটি ট্রাক এবং গাড়ি থামিয়েছিল তারা। তল্লাশির জন্য শাটার খুলতেই চক্ষু চড়কগাছ।
advertisement
উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্ত থেকে ২.২৫ কোটি টাকার সোনা পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর এক কর্তা এ কথা জানিয়েছেন। বর্ডার সিকিউরিটি ফোর্সের ওই আধিকারিক জানিয়েছেন, ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে তল্লাশির সময় একটি ট্রাক থেকে ১.৫৮ কোটি টাকা মূল্যের ২.৫ কেজি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে বিএসএফ।
ট্রাক থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের পর বিএসএফ নজরদারি বাড়ায়। কিছুক্ষণ পর আরও একটি গাড়ি ধরা পড়ে। বিএসএফ আধিকারিক জানিয়েছেন, তল্লাশির সময় ওই গাড়ি থেকে ১ কেজির বেশি সোনা উদ্ধার হয়েছে। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। দুটি গাড়ি মিলিয়ে প্রায় ২.৫ কোটি টাকার সোনা উদ্ধার হয়। বাজেয়াপ্ত সোনা এবং ধৃতদের কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
আরও পড়ুন– রাশিফল ১৯ ফেব্রুয়ারি-২৫ ফেব্রুয়ারি; দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
১০২ কেজি গাঁজা বাজেয়াপ্ত: সীমান্তে সোনার পাশাপাশি হাওড়া থেকে ১০২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এই খবর জানিয়েছেন। জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে পুলিশ শনিবার হাওড়ার সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে হানা দেয়। ওড়িশা থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালানোর সময় ৫০ লক্ষ টাকার নিষিদ্ধ ওষুধ বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।