নদিয়ার শান্তিপুরের চাপাতলা এলাকায় অবস্থিত সোনালি সংঘ। সেই ক্লাবেই বৃহস্পতিবার রাতে আগুন লেগে সবকিছু পুড়ে যায়। সদস্যরা অভিযোগ করেন, কেউ বা কারা ক্লাব চত্বরে মধ্যরাতে এসে কাঠের দরজার নিচের সামান্য ফাঁক দিয়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে যায়। তাতেই পুড়ে ছারখার হয়ে গিয়েছে সবকিছু।
আরও পড়ুন: সবজি ও মাছ চাষে বিরাট ধাক্কা, মাথা চাপড়ানো ছাড়া উপায় নেই
advertisement
সকালবেলা ঘটনার কথা জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় লোকজন ও ক্লাবের সদস্যরা। ক্লাবের পরিস্থিতি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তাঁরা। এদিকে অন্যান্য জায়গার মতো এখানেও শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে সেটা কীভাবে সম্ভব হবে ভেবে পাচ্ছিলেন না কেউ। এর ফলে বাতিল করতে হয় স্বাধীনতা দিবস উপলক্ষে ক্লাবের আয়োজন করা শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। তবে আগুন লেগে অন্যান্য সামগ্রী পুড়ে গেলেও যে জাতীয় পতাকাটি উত্তোলন করার কথা ছিল সেটি আগুনের হাত থেকে আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছে। তাই শুক্রবার সকালে প্রথমাফিক জাতীয় পতাকা উত্তোলন করতে অসুবিধা হয়নি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে ক্লাবে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পুলিশ চলে যাওয়ার পর ক্লাবের সদস্যরা ক্লাব চত্বরের আশেপাশ থেকেই একটি ঢাকনা খোলা বোতল দেখতে পান। সেটি শুঁকে দেখেন তার মধ্যে পেট্রোলের গন্ধ। তখনই তাঁরা বুঝতে পারেন কেউ বা কারা ইচ্ছে করে ক্লাবে আগুন লাগিয়ে দিয়েছিল। পাশের একটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলেও তারা জানান সেই ক্যামেরা নাকি খারাপ হয়ে গিয়েছে। তবে এলাকার অন্য দু-একটি জায়গায়র সিসিটিভি ক্যামেরাতে দেখতে পাওয়া গিয়েছে, রাতে ক্লাবের সামনে দিয়ে একদল যুবক বাইক নিয়ে ঘোরাফেরা করছে। সমস্ত বিষয়টি লিখিতভাবে শান্তিপুর থানাকে জানিয়েছে সোনালি সংঘ।