TRENDING:

Independence Day: আগুন লেগে ক্লাবের সবকিছু ভস্ম, কিন্তু জাতীয় পতাকা'র কিছুই হল না! শান্তিপুরে মিরাকল

Last Updated:

আগুন লেগে অন্যান্য সামগ্রী পুড়ে গেলেও যে জাতীয় পতাকাটি উত্তোলন করার কথা ছিল সেটি আগুনের হাত থেকে আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছে। তাই শুক্রবার সকালে প্রথমাফিক জাতীয় পতাকা উত্তোলন করতে অসুবিধা হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: স্বাধীনতা দিবসের দিনে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল একটি ক্লাবের দরজা, জানলা সহ ভেতরে থাকা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম। তবে এরই মধ্যে ঘটেছে এক আশ্চর্য ঘটনা। উত্তোলনের জন্য রাখা জাতীয় পতাকা আশ্চর্যজনকভাবে আগুনের গ্রাস থেকে বেঁচে গিয়েছে। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুরে। ওই ক্লাবের সদস্যদের অভিযোগ, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে সবকিছু।
advertisement

নদিয়ার শান্তিপুরের চাপাতলা এলাকায় অবস্থিত সোনালি সংঘ। সেই ক্লাবেই বৃহস্পতিবার রাতে আগুন লেগে সবকিছু পুড়ে যায়। সদস্যরা অভিযোগ করেন, কেউ বা কারা ক্লাব চত্বরে মধ্যরাতে এসে কাঠের দরজার নিচের সামান্য ফাঁক দিয়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে যায়। তাতেই পুড়ে ছারখার হয়ে গিয়েছে সবকিছু।

আরও পড়ুন: সবজি ও মাছ চাষে বিরাট ধাক্কা, মাথা চাপড়ানো ছাড়া উপায় নেই

advertisement

সকালবেলা ঘটনার কথা জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় লোকজন ও ক্লাবের সদস্যরা। ক্লাবের পরিস্থিতি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তাঁরা। এদিকে অন্যান্য জায়গার মতো এখানেও শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে সেটা কীভাবে সম্ভব হবে ভেবে পাচ্ছিলেন না কেউ। এর ফলে বাতিল করতে হয় স্বাধীনতা দিবস উপলক্ষে ক্লাবের আয়োজন করা শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। তবে আগুন লেগে অন্যান্য সামগ্রী পুড়ে গেলেও যে জাতীয় পতাকাটি উত্তোলন করার কথা ছিল সেটি আগুনের হাত থেকে আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছে। তাই শুক্রবার সকালে প্রথমাফিক জাতীয় পতাকা উত্তোলন করতে অসুবিধা হয়নি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

এদিকে ক্লাবে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পুলিশ চলে যাওয়ার পর ক্লাবের সদস্যরা ক্লাব চত্বরের আশেপাশ থেকেই একটি ঢাকনা খোলা বোতল দেখতে পান। সেটি শুঁকে দেখেন তার মধ্যে পেট্রোলের গন্ধ। তখনই তাঁরা বুঝতে পারেন কেউ বা কারা ইচ্ছে করে ক্লাবে আগুন লাগিয়ে দিয়েছিল। পাশের একটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলেও তারা জানান সেই ক্যামেরা নাকি খারাপ হয়ে গিয়েছে। তবে এলাকার অন্য দু-একটি জায়গায়র সিসিটিভি ক্যামেরাতে দেখতে পাওয়া গিয়েছে, রাতে ক্লাবের সামনে দিয়ে একদল যুবক বাইক নিয়ে ঘোরাফেরা করছে। সমস্ত বিষয়টি লিখিতভাবে শান্তিপুর থানাকে জানিয়েছে সোনালি সংঘ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Independence Day: আগুন লেগে ক্লাবের সবকিছু ভস্ম, কিন্তু জাতীয় পতাকা'র কিছুই হল না! শান্তিপুরে মিরাকল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল