সবজি ও মাছ চাষে বিরাট ধাক্কা, মাথা চাপড়ানো ছাড়া উপায় নেই

Last Updated:

জমিতে জল জমে থাকায় পচন ধরেছে পাট, ধান, উচ্ছে, পটল, বরবটি, ঝিঙে, পুঁইশাক, ওল, কুদরী, কাঁকরোল, কাঁচকলা, পেঁপে, কাঁচা লঙ্কা, ঢেঁড়স সহ নানা ফসলে। অন্যদিকে বল্লির বিল সহ বিভিন্ন গ্রামে থাকা ৩৮ টি মাছের ভেরি ও শত শত পুকুরের জল উপচে মাছ বেরিয়ে গেছে নদী-নালায়

+
সঙ্কটে

সঙ্কটে কৃষকরা

স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ১৪ বছর বর্ষায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আর সেই অতিরিক্ত বর্ষণের জেরে চরম ক্ষতি হয়েছে সবজি ও মাছ চাষে। ফলে মহাবিপদে পড়েছেন স্বরূপনগরের চাষিরা।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার  স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া, মোল্লাডাঙা, চারঘাট, সালুয়া, রসুল, বারঘড়িয়া, ঘোড়াগাছা সহ একাধিক গ্রাম টানা বৃষ্টিতে জলমগ্ন। অতিরিক্ত বৃষ্টির ফলে যমুনা, পদ্মা ও ইছামতি নদীর জল বিপদসীমা অতিক্রম করে উপচে গ্রামে ঢুকে পড়েছে। ফলে স্তব্ধ জনজীবন। পাশাপাশি তলিয়ে গেছে হাজার হাজার একর কৃষিজমি ও মাছ চাষের ভেরি।
advertisement
আরও পড়ুন: লোকনাথ ভক্তদের জন্য জন্মাষ্টমীর আগে বিরাট ঘোষণা
সবজি ক্ষেতের জমিতে জল জমে থাকায় পচন ধরেছে পাট, ধান, উচ্ছে, পটল, বরবটি, ঝিঙে, পুঁইশাক, ওল, কুদরী, কাঁকরোল, কাঁচকলা, পেঁপে, কাঁচা লঙ্কা, ঢেঁড়স সহ নানা ফসলে। অন্যদিকে বল্লির বিল সহ বিভিন্ন গ্রামে থাকা ৩৮ টি মাছের ভেরি ও শত শত পুকুরের জল উপচে মাছ বেরিয়ে গেছে নদী-নালায়। ফলে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই প্রসঙ্গে একজন মৎস্য চাষি বলেন, আমাদের ভেরিতে প্রচুর মাছ ছিল, সব ভেসে গেছে। এক সবজি চাষির আক্ষেপ, সাত বিঘা জমির সব ফসল নষ্ট হয়ে গেল। চড়া সুদে ধার করে চাষ করেছিলাম। এখন টাকা কীভাবে শোধ করব সেটাই ভেবে পাচ্ছি না।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছর বর্ষাকালে এমন পরিস্থিতি তৈরি হলেও এতদিনে কার্যকর সমাধান না মেলায় চাষিদের ক্ষোভ বাড়ছে। এই প্রসঙ্গে স্বরূপনগরের বিডিও বিষ্ণুপদ রায় জানান, এবারে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। আগামী সপ্তাহ থেকে প্রতিটি অঞ্চলে ক্যাম্প হবে। সরকার কৃষকের পাশে ছিল এবং থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সবজি ও মাছ চাষে বিরাট ধাক্কা, মাথা চাপড়ানো ছাড়া উপায় নেই
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement