বুধবার সাত সকালে পতাকা বিড়ির মুর্শিদাবাদ অফিসে হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকেরা। সকালে বেশ কয়েকটি গাড়ি করে অফিসে আসেন তাঁরা। আধিকারিকেরা ভিতরে ঢুকতেই গোটা এলাকা ঘিরে ফেলে সিআইএসএফ জওয়ানরা। পতাকা বিড়ির ঔরাঙ্গাবাদ অফিসের পাশাপাশি কলকাতার মির্জা গলিব স্ট্রিটের ওই বিড়ি কারখানার অফিসে হানা দিয়েছেন আয়কর আধিকারিকেরা। কলকাতাতেও এখনও তল্লাশি অভিযান চলছে।
advertisement
আরও পড়ুন: মুরগির মাংস, ডিমের দাম এবার হবে আকাশছোঁয়া, হাতে ছ্যাঁকা লাগবে হাঁসের ডিম কিনতেও!
প্রসঙ্গত, কিছুদিন আগে সুতির বিদায়ক জাকির হোসনের বাড়ি ও গুদামে হানা দিয়েছিল আয়কর অফিসাররা। সেই সময় সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি কারখানায় হানা দেয় আয়কর আধিকারিকেরা।z
আরও পড়ুন: টাকা নয়ছয়ের অভিযোগ, এবার রাজ্যে আসছে ক্যাগ অডিটের বিশেষ দল
তবে এই আয়কর হানায় বিপাকে পড়েছেন বিড়ি শ্রমিকেরা। বিড়ি শ্রমিকদের দাবি, কারখানার মধ্যে প্রায় ২ কোটি টাকার কাঁচা বিড়ি রয়েছে, অবিলম্বে তা বের না করলে প্রচুর টাকা ক্ষতি হয়ে যাবে। তাঁদের দাবি আয়কর আধিকারিকরা তাঁদের কাজ করুন। কিন্তু শ্রমিদের ভিতরে যেতে দেওয়া হোক। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়কর দফতরের কর্মীরা তাঁদের ভিতরে ঢুকতে দেয়নি।