TRENDING:

Income Tax Raid: ২৪ ঘণ্টা অতিক্রান্ত, পতাকা বিড়ির অফিসে এখনও আয়কর অফিসাররা! বড় রহস্যভেদ?

Last Updated:

Income Tax Raid: বুধবার সাত সকালে পতাকা বিড়ির মুর্শিদাবাদ অফিসে হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকেরা। সকালে বেশ কয়েকটি গাড়ি করে অফিসে আসেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ২৪ ঘন্টা অতিক্রান্ত। এখনও তল্লাশি চলছে পতাকা বিড়ির অফিসে। সুতি থানার অরঙ্গাবাদে ও ধুলিয়ানে পতাকা বিড়ির অফিস ও কারখানায় একযোগে তল্লাশি চলছে। অরঙ্গবাদের পতাকা বিড়ির গোষ্ঠীর মালিকরা যে বাড়িতে থাকে, সেখানে তল্লাশি চালানো হচ্ছে বলে আয়কর দফতর সূত্রের খবর। কেন্দ্রীয় বাহিনী অফিস চত্বর ঘিরে রয়েছে। বুধবার সকালে তল্লাশি শুরু করে আয়কর দফতরের আধিকারিকরা। ধুলিয়ান ও অরঙ্গবাদে পতাকা বিড়ি কারখানা ও অফিসে তল্লাশি চলছে। আজ সকালেও বিড়ি কারখানায় কর্মচারীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এখনও চলছে তল্লাশি
এখনও চলছে তল্লাশি
advertisement

বুধবার সাত সকালে পতাকা বিড়ির মুর্শিদাবাদ অফিসে হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকেরা। সকালে বেশ কয়েকটি গাড়ি করে অফিসে আসেন তাঁরা। আধিকারিকেরা ভিতরে ঢুকতেই গোটা এলাকা ঘিরে ফেলে সিআইএসএফ জওয়ানরা। পতাকা বিড়ির ঔরাঙ্গাবাদ অফিসের পাশাপাশি কলকাতার মির্জা গলিব স্ট্রিটের ওই বিড়ি কারখানার অফিসে হানা দিয়েছেন আয়কর আধিকারিকেরা। কলকাতাতেও এখনও তল্লাশি অভিযান চলছে।

advertisement

আরও পড়ুন: মুরগির মাংস, ডিমের দাম এবার হবে আকাশছোঁয়া, হাতে ছ্যাঁকা লাগবে হাঁসের ডিম কিনতেও!

প্রসঙ্গত, কিছুদিন আগে সুতির বিদায়ক জাকির হোসনের বাড়ি ও গুদামে হানা দিয়েছিল আয়কর অফিসাররা। সেই সময় সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি কারখানায় হানা দেয় আয়কর আধিকারিকেরা।z

আরও পড়ুন: টাকা নয়ছয়ের অভিযোগ, এবার রাজ্যে আসছে ক্যাগ অডিটের বিশেষ দল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এই আয়কর হানায় বিপাকে পড়েছেন বিড়ি শ্রমিকেরা। বিড়ি শ্রমিকদের দাবি, কারখানার মধ্যে প্রায় ২ কোটি টাকার কাঁচা বিড়ি রয়েছে, অবিলম্বে তা বের না করলে প্রচুর টাকা ক্ষতি হয়ে যাবে। তাঁদের দাবি আয়কর আধিকারিকরা তাঁদের কাজ করুন। কিন্তু শ্রমিদের ভিতরে যেতে দেওয়া হোক। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়কর দফতরের কর্মীরা তাঁদের ভিতরে ঢুকতে দেয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Income Tax Raid: ২৪ ঘণ্টা অতিক্রান্ত, পতাকা বিড়ির অফিসে এখনও আয়কর অফিসাররা! বড় রহস্যভেদ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল