TRENDING:

Income Tax: বনগাঁর নাম করা ব্যবসায়ী, হঠাৎ হানা ইনকাম ট্যাক্সের! যা মিলল, গোটা এলাকা আঁতকে উঠল

Last Updated:

Income Tax: সীমান্ত শহরে ব্যবসায়ীর বাড়িতে বিপুল অঙ্কের নগদ টাকার হদিশ, হানা দিল আয়কর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ: বনগাঁয় লোকসভা নির্বাচনের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হাদিস। ওই টাকার উৎস জানতেই কেন্দ্রীয় সংস্থার আয়কর হানা সীমান্ত শহরে। গোপন সূত্রে খবর মেলে ওই ব্যবসায়ীর বাড়িতে লক্ষাধিক টাকা নগদ রয়েছে। এরপরই, ওই বিপুল পরিমাণ টাকা কার! কোনো বৈধ কাগজপত্র আছে কিনা, তা খতিয়ে দেখতে গভীর রাতেই বনগাঁ বাটার মোড় সংলগ্ন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হানা দেয় কেন্দ্রীয় আয়কর বিভাগের তিন সদস্য। গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও জেরা চলে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে।
নগদ টাকার হদিশ
নগদ টাকার হদিশ
advertisement

জানা যায়, বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা নগদ মজুদ রয়েছে। এরপরেই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে গিয়ে তল্লাশি শুরু করে।

আরও পড়ুন: দলের ‘সব’ হারিয়ে আরও বিস্ফোরক কুণাল! নিশানায় প্রতীক জৈন! কে এই প্রতীক? তোলপাড় পড়ে গেল

advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েক জন আধিকারিক। তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোনরকম সঠিক উত্তর না দিতে পারলে, খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে।

View More

বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর কাছে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা হদিশ মিলেছে। এখন দেখার এই বিপুল পরিমাণ টাকা কি কারনে বাড়িতেই রাখলেন ওই ব্যবসায়ী। ভোটের সঙ্গে কোনরকম ভাবে এই টাকাযুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারী সংস্থার তরফে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—— Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Income Tax: বনগাঁর নাম করা ব্যবসায়ী, হঠাৎ হানা ইনকাম ট্যাক্সের! যা মিলল, গোটা এলাকা আঁতকে উঠল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল