জানা যায়, বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা নগদ মজুদ রয়েছে। এরপরেই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে গিয়ে তল্লাশি শুরু করে।
আরও পড়ুন: দলের ‘সব’ হারিয়ে আরও বিস্ফোরক কুণাল! নিশানায় প্রতীক জৈন! কে এই প্রতীক? তোলপাড় পড়ে গেল
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েক জন আধিকারিক। তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোনরকম সঠিক উত্তর না দিতে পারলে, খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে।
বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর কাছে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা হদিশ মিলেছে। এখন দেখার এই বিপুল পরিমাণ টাকা কি কারনে বাড়িতেই রাখলেন ওই ব্যবসায়ী। ভোটের সঙ্গে কোনরকম ভাবে এই টাকাযুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারী সংস্থার তরফে।
—— Rudra Narayan Roy