Kunal Ghosh: দলের 'সব' হারিয়ে আরও বিস্ফোরক কুণাল! নিশানায় প্রতীক জৈন! কে এই প্রতীক? তোলপাড় পড়ে গেল

Last Updated:

Kunal Ghosh: গত বুধবার সকালে একই মঞ্চে হাজির হয়ে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেছিলেন কুণাল ঘোষ৷

বিস্ফোরক কুণাল ঘোষ
বিস্ফোরক কুণাল ঘোষ
কলকাতা: তৃণমূলের মুখপাত্র, রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণের পর দলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। বৃহস্পতিবার পঞ্চম দফা ভোটের জন্য তৃণমূলের তারকা প্রচারকের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম নেই কুণালের। যদিও দুদিনে একের পর এক পদ খুইয়ে বৃহস্পতিবার আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। এমনকী কেঁদেও ফেলেছিলেন। আর এবার দলের বিরুদ্ধে আরও কয়েক কদম এগিয়ে আক্রমণ শানালেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। নিজের X হ্যান্ডেলে কুণাল ঘোষ এবার লিখলেন, ”তৃণমূলের সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, ‘অপদার্থ’ ও ‘দলবিরোধী’ কুণাল ঘোষের শূন্যপদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। দলের মঙ্গল হোক।” প্রসঙ্গত, প্রতীক জৈন বর্তমানে তৃণমূলের রণকৌশল নির্ধারক সংস্থা ‘আইপ্যাক’-এর বর্তমান প্রধান পরামর্শদাতা।
তবে, দলের সঙ্গে সংঘাতের আবহে হঠাৎ কুণাল ঘোষ কেন ‘আইপ্যাক’-এর বর্তমান প্রধান পরামর্শদাতা প্রতীক জৈনের নাম তুলে আনলেন, তা নিয়ে সন্দিহান অনেকেই।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত বুধবার সকালে একই মঞ্চে হাজির হয়ে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেছিলেন কুণাল৷ দলের অস্বস্তি বাড়িয়ে দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষও করেছিলেন তিনি৷ এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কুণালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে তৃণমূল কংগ্রেস৷ দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কুণাল ঘোষকে৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বিবৃতি দিয়ে কুণালের বিরুদ্ধে এই পদক্ষেপের কথা জানিয়েছেন৷ এরপরই ডেরেককে তীব্র আক্রমণ করে ‘পোস্টমাস্টার’ বলে কটাক্ষ করেন তিনি।
advertisement
সুদীপের সঙ্গে সংঘাতের জেরে কয়েক মাস আগে দলের মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন কুণাল৷ এবার দলের সমস্ত পদ থেকেই সরিয়ে দেওয়া হল তাঁকে৷ বৃহস্পতিবার দলের তারকা প্রচারকের তালিকা থেকেও সরিয়ে দেওয়া হয় কুণাল ঘোষকে।
বুধবারই ডেরেক ও ব্রায়েন বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ‘সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যা দলের মতামতের সঙ্গে মেলে না৷ এটা স্পষ্ট করে দেওয়া দরকার যে এগুলি তাঁর ব্যক্তিগত মতামত এবং কোনওভাবে দলের নয়৷ একমাত্র তৃণমূল কংগ্রেসের সদর দফতর থেকে যে বিবৃতি দেওয়া হবে সেগুলিকেই দলের মতামত বলে গণ্য করতে হবে৷‘ একই সঙ্গে ওই বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, ‘কুণাল ঘোষকে আগেই দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল৷ এবার তাঁকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হল৷’ কুণালের কোনও বক্তব্যকে তৃণমূলের সঙ্গে না জড়ানোর জন্যও সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করা হয়েছে৷
advertisement
বুধবার কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে একই মঞ্চে দেখা যায় কুণাল ঘোষ এবং কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে৷ ওই মঞ্চ থেকেই তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল৷ এমন কি, প্রার্থী হিসেবে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে পিছিয়ে নেই বলে মন্তব্য করেও শোরগোল ফেলে দেন কুণাল৷ পাশাপাশি কুণাল আরও বলেন, ‘একটাও ছাপ্পা ভোট দেবেন না৷ যে যোগ্য প্রার্থী তাঁকে মানুষের ভোটে জিততে দিন৷’ তবে, ভবিষ্যতে কী পদক্ষেপ নেন কুণাল ঘোষ, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kunal Ghosh: দলের 'সব' হারিয়ে আরও বিস্ফোরক কুণাল! নিশানায় প্রতীক জৈন! কে এই প্রতীক? তোলপাড় পড়ে গেল
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement