TRENDING:

Murshidabad: টানা ২৮ ঘণ্টা পতাকা বিড়ি কারখানায় তল্লাশি, কী পেল আয়কর দফতর?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: টানা ২৮ ঘণ্টা ধরে পতাকা বিড়ির অফিস ও কারখানায় তল্লাশি চালালো আয়কর দফতরের আধিকারিকেরা। বুধবার সকাল থেকে সুতির অরঙ্গাবাদে ও ধুলিয়ানে দু'টি অফিসে সারারাত ধরে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার দুপুর ১২টার পর আধিকারিকরা বেড়িয়ে যান।
পতাকা কারখানায় আয়কর হানা।
পতাকা কারখানায় আয়কর হানা।
advertisement

বৃহস্পতিবার সকাল থেকে কারখানার যে কর্মীরা কাজে এসেছেন, তাঁদের কাজে ঢুকতে দেওয়া হয়। যদিও কেন্দ্রীয় বাহিনী গেটের সামনে তাঁদের তল্লাশি করে ঢুকতে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরঙ্গবাদের অফিসে যে সমস্ত ম্যানেজাররা আর্থিক লেনদেন করতেন, তাদের জিজ্ঞাসাবাদ করেছেন আয়কর দফতরের কর্তারা। গোডাউনে যে সমস্ত মালপত্র রয়েছে, তার স্টক রেজিস্টার মিলিয়ে দেখেছেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: তৃণমূলের ২ 'বড়' নেতার যাবজ্জীবন কারাদণ্ড! যা করেছিলেন তাঁরা, জানলে আঁতকে উঠবেন

ব্যাঙ্কের মাধ্যমে যে সমস্ত আর্থিক লেনদেন বিভিন্ন জায়গায় হয়েছে, সেই সমস্ত কাজগপত্র তাঁরা খতিয়ে দেখেছেন। মূলত অরঙ্গাবাদের অফিস থেকে পতাকা বিড়ি দেশের বিভিন্ন রাজ্য পাঠানো হয়। বিড়ি ব্যবসা ছাড়াও চা, রেশম শিল্পের মতো অনেক ব্যবসা পতাকা ইন্ডাস্ট্রির রয়েছে সেই সমস্ত কাগজপত্র তারা খতিয়ে দেখেন। তবে পর পর বিড়ি মালিকদের কারখানাতে তল্লাশি হওয়ায় কিছুটা হলেও আতঙ্কিত এলাকাবাসীরা।

advertisement

কারখানার কর্মী মজিবুর রহমান বলেন, 'আমাদের এই কারখানায় কোনও অবৈধ কাজ হয়না। সেই কারণেই আয়কর দফতরের আধিকারিকরা কোনও কিছু পাননি। তবে একদিন কাজ বন্ধ থাকায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।'

আরও পড়ুন: তৃণমূলের দুই প্রার্থীর পরাজয়, হারাল তৃণমূলই, সঙ্গী বিজেপি! বাঁকুড়ায় এ কী কাণ্ড

ধুলিয়ানের পতাকা ইন্ডাস্ট্রির ম্যানেজার খুরশেদ আলি বলেন, 'আয়কর দফতর আমাদের সময় নষ্ট করেছেন। আমাদের সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে। হিসেবের বাইরে উনারা কিছু পাননি। শুধু কিছু কাগজপত্র নিয়ে গিয়েছেন। অবৈধ টাকা বা নথিপত্র কিছু পাননি তারা।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মীর হাতে তৈরি লক্ষ্মী প্রতিমা! জার্মানি পৌঁছেছে কাটোয়ার গৃহবধূর বানানো মূর্তি
আরও দেখুন

সুতি ২ ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান বলেন, বিড়ি শিল্পের উপর আঘাত আনার একটা চেষ্টা হচ্ছে। সামনে লোকসভা ভোট সেই কারণেই কেন্দ্রের বিজেপি সরকার একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। বিজেপির উত্তর জোনের ব্লক সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, আয়কর দফতর একটি স্বাধীন সংস্থা। তাদের অধিকার রয়েছে তল্লাশি করার। এরসঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: টানা ২৮ ঘণ্টা পতাকা বিড়ি কারখানায় তল্লাশি, কী পেল আয়কর দফতর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল