Birbhum news: তৃণমূলের ২ 'বড়' নেতার যাবজ্জীবন কারাদণ্ড! যা করেছিলেন তাঁরা, জানলে আঁতকে উঠবেন

Last Updated:

Birbhum news: ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ দিলেন বোলপুর মহকুমা আদালতের বিচারপতি অ্যাডিশনাল জেলা জজ সুজয় সেনগুপ্ত।

+
title=

বীরভূম : ২০১৮ সালে লাভপুরের ঠিবা অঞ্চলের তৃণমূল নেতা শেখ সাগর কে খুন করার অভিযোগ উঠেছিল গ্রামেরই ১৫ জনের বিরুদ্ধে। বোমার আঘাতে খুন করা হয়েছিল বলে অভিযোগ দায়ের করা হয় লাভপুর থানায়। সাগর শেখের পরিবারের পক্ষ থেকে লাভপুর থানায় ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ সেই মতো ছয় জনকে গ্রেফতার করে, ৯ জন আসামি পলাতক দেখানো হয়। সেই ভিত্তিতে বোলপুর মহকুমা আদালতে মামলা চলছিল। সেই মামলার রায়দান হল। ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ দিলেন বোলপুর মহকুমা আদালতের বিচারপতি অ্যাডিশনাল জেলা জজ সুজয় সেনগুপ্ত।
২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল এই মামলায়। তারপরই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় বোলপুর মহকুমা আদালতের বিচারপতি। এই মামলার বিচারে খুশি সাগর শেখের পরিবার থেকে শুরু করে থিবা গ্রামের তৃণমূল কর্মীরাও। তারা জানিয়েছে বিচারপতি যে রায় দিয়েছে সেই রায়ে তারা খুশি। পাশাপাশি তারা আরও জানাচ্ছেন যে, বাকি যে নয় জন আসামি পলাতক তাদেরকে পুলিশ যেন ধরে আদালতের হাতে তুলে দেয়। তবেই তারা যোগ্য শাস্তি পাবে বলে জানাচ্ছে পরিবারের লোকজন।
advertisement
advertisement
পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে এই রায়ে তারা খুশি। কিন্তু এখনও পর্যন্ত যে ৯ জন আসামি পলাতক সেই নিয়েও তারা পুলিশ এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। আগামীতে যেন এই ধরনের ঘটনা, গ্রামে না ঘটে তারও আবেদন করছে তারা। পাশাপাশি তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা বিজেপিতে যোগদান করা নেতা মনিরুল ইসলাম এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বলেও তারা জানিয়েছেন।
advertisement
যদিও তারা পরবর্তী সময় এই ঘটনার সঙ্গে মনিরুল ইসলামের যুক্ত থাকার কথা জানতে পারে তাই তারা মনিরুল ইসলামের বিরুদ্ধে কোন অভিযোগ করেনি। আগামী দিনে যদি লাভপুরে এই ধরনের কোন ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা মনিরুল ইসলাম সহ অভিযুক্তদের নামে এফআইআর করবে বলেও জানিয়েছে ঠিবা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাহিন কাজী।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: তৃণমূলের ২ 'বড়' নেতার যাবজ্জীবন কারাদণ্ড! যা করেছিলেন তাঁরা, জানলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement