প্রতিদিনের মতোই নাইট ডিউটির কাজ করছিল বছর কুড়ির এই যুবক। দায়িত্ব ছিল রাতে। তবে ভোর নাগাদ ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তার। মাত্র তিন মাসের কর্মজীবন। কুড়ি বছর বয়সে নিভল তরতাজা প্রাণ। শোকের ছায়া পরিবার এবং সহকর্মীদের মধ্যে। মাস তিনেক কাজে যোগ দিয়েছে সে। একটি বেসরকারি কোম্পানিতে নাইট গার্ডের কাজ করত সে। ২৪ নম্বর রেলগেট এর কাছে ডিউটিরত অবস্থায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। কেবল পাহারা দেওয়ার কাজ করতে হত তাকে।
advertisement
জানা গিয়েছে বেলদা স্টেশন সংলগ্ন ২৪ নম্বর রেলগেট এর কাছেই শুক্রবার ভোর নাগাদ ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। মৃত যুবকের নাম শিমল কিসকু, বয়স কুড়ি বছর। বাড়ি বেলদা থানার হলদিয়া গ্রামে। সহকর্মীরা জানাচ্ছেন প্রায় মাস্টিনের ধরে নাইট গার্ডের কাজ করত শিমল। বৃহস্পতিবার রাতে কাজে যোগ দেয়। রেলের এক বেসরকারি ঠিকাদার সংস্থায় কাজ করত। কেবল পাহারা দেওয়ার কাজ করতে হত তাকে। তবে আচমকাই ঘটে এই দুর্ঘটনা।
রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে কীভাবে ঘটল এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ তরতাজা যুবকের মৃত্যু ঘিরে শোকস্তব্ধ এলাকা।
Ranjan Chanda