TRENDING:

Incident In Railway Track: তিন মাস সবে চাকরি করছিল ছেলেটা, রাতের ডিউটি করে আর বাড়ি ফেরা হল না

Last Updated:

Incident In Railway Track: রাতের ডিউটি কেড়ে নিল প্রাণ, ট্রেন লাইনে পড়ে দেহ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ট্রেন লাইন থেকে উদ্ধার মৃতদেহ। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেলদা স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন লাইনে এক মৃতদেহ পড়ে থাকতে দেখে রেল কর্মী থেকে স্থানীয় মানুষজন। খবর যায় রেল পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে যুবকের বলে দাবি পুলিশের। তবে কীভাবে ঘটল এই দুর্ঘটনা তার তদন্তে নেমেছে রেল পুলিশ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

প্রতিদিনের মতোই নাইট ডিউটির কাজ করছিল বছর কুড়ির এই যুবক। দায়িত্ব ছিল রাতে। তবে ভোর নাগাদ ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তার। মাত্র তিন মাসের কর্মজীবন। কুড়ি বছর বয়সে নিভল তরতাজা প্রাণ। শোকের ছায়া পরিবার এবং সহকর্মীদের মধ্যে। মাস তিনেক কাজে যোগ দিয়েছে সে। একটি বেসরকারি কোম্পানিতে নাইট গার্ডের কাজ করত সে। ২৪ নম্বর রেলগেট এর কাছে ডিউটিরত অবস্থায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। কেবল পাহারা দেওয়ার কাজ করতে হত তাকে।

advertisement

আরও পড়ুন – Stomach Cancer Symptoms: ঝপঝপ করে শরীরের ওজন কমছে, খাওয়ার ইচ্ছে একবারেই চলে যাচ্ছে, আপনি কি এই মারণ রোগের শিকার, ক্যানসার কুরেকুরে খেয়ে নিচ্ছে

জানা গিয়েছে বেলদা স্টেশন সংলগ্ন ২৪ নম্বর রেলগেট এর কাছেই শুক্রবার ভোর নাগাদ ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। মৃত যুবকের নাম শিমল কিসকু, বয়স কুড়ি বছর। বাড়ি বেলদা থানার হলদিয়া গ্রামে। সহকর্মীরা জানাচ্ছেন প্রায় মাস্টিনের ধরে নাইট গার্ডের কাজ করত শিমল। বৃহস্পতিবার রাতে কাজে যোগ দেয়। রেলের এক বেসরকারি ঠিকাদার সংস্থায় কাজ করত। কেবল পাহারা দেওয়ার কাজ করতে হত তাকে। তবে আচমকাই ঘটে এই দুর্ঘটনা।

advertisement

View More

রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে কীভাবে ঘটল এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ তরতাজা যুবকের মৃত্যু ঘিরে শোকস্তব্ধ এলাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Incident In Railway Track: তিন মাস সবে চাকরি করছিল ছেলেটা, রাতের ডিউটি করে আর বাড়ি ফেরা হল না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল