আরও পড়ুন: মেলায় বিক্রি হল ৫০ কেজি ওজনের মাছ, কী এটি জানেন? মাছ-মেলায় শোরগোল
গ্রামবাসীদের অভিযোগ কাজ একদমই ঠিকঠাক হচ্ছে না। নতুন পিচ রাস্তার পিচ তিন দিন যেতে না যেতেই কিভাবে উঠে যায়। যতদূর কাজ হয়েছে সমস্ত রাস্তাটি ফুলে উঠেছে। এলাকার মানুষজন সেই ফুলে ওঠা পিচ তুলে দেখাচ্ছে। অন্যদিকে পঞ্চায়েত প্রধান সেরিফা বেগম জানান, বিষয়টি নাকি তার জানা নেই। যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে প্রশাসনকে জানানো হবে।যদিও ঠিকাদার সংস্থার ম্যানেজার বক্তব্য পিচ জমতে সময় লাগবে। শীতের সময় আবহাওয়া একটু ঠান্ডা আছে তাই জমতে দেরি হচ্ছে। রাস্তাটি মেরামত করার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রশ্ন উঠেছে গরম পিচ দিয়ে রাস্তা তৈরি হয় আর এই ঠান্ডার সময় আর কত টাইম লাগবে পিচ জমতে? নতুন রাস্তায় কিভাবে পিচ উঠে যায় তাহলে কি রাস্তার কাজের মান ঠিকঠাক আছে? যদিও অভিযোগ করছেন কাটমানির জন্যই পিচ উঠে যাচ্ছে।
Suvojit Ghosh