TRENDING:

Hooghly News: শীতের পিকনিকে গড় মন্দারণে মিলছে না সঠিক পরিষেবা, মন খুশি নেই পর্যটকদের

Last Updated:

ভগ্নদশা গড় মান্দারণ আবার নতুন করে সেজে উঠলেও তেমনভাবে উন্নয়ন হয়নি এমনটাই দাবি করছেন পর্যটকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট: গোঘাটের গড় মান্দারণ অনেকদিন আগেই সরকার থেকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছেন। ভগ্নদশায় পড়ে থাকা এই মান্দারণ আবার নতুন করে সেজে উঠছে জেলা পরিষদের উদ্যোগে। শীতের সময় এখানে পিকনিক করতে আসেন পর্যটকেরা। বহু দূর দুরান্ত থেকে সাধারণ মানুষ এখানে ভিড় জমায়। কিন্তু নতুন করে বিভিন্ন পরিকাঠামো সাজিয়ে তুললেও তেমনভাবে উন্নয়ন হয়নি এমনটাই দাবি করছেন পর্যটকেরা।
advertisement

জানা যায় এক সময় এই পর্যটন কেন্দ্রে জঙ্গলে বিভিন্ন পশু পাখি দেখা যেত কিন্তু আস্তে আস্তে তা এই মান্দারণে বিলুপ্ত হয়ে গেছে। তাই পর্যটকদের একটু হলেও হতাশা। এমনকি এখানে পর্যাপ্ত পরিমাণে বিশেষ করে জল এবং শৌচাগারেরপরিষেবা সেভাবে নেই। বনভোজন এবং পিকনিক করার স্পট নোংরা আবর্জনায় পরিপূর্ণ। রীতিমতো এই ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র উন্নয়নের দাবি তুলেছেন স্থানীয় থেকে পর্যটকেরা।

advertisement

আরও পড়ুন: রামমোহনের স্মৃতি বিজড়িত আমবাগান, শীতের ছুটিতে পিকনিক স্পট

এই বিষয়ে এক পর্যটক জানান, মান্দারণ পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এমনকি সরকার থেকেও এই জায়গাটিকে সাজিয়ে তুলছেন। তাই আমরা প্রত্যেকে ঠিক করেছিলাম এখানে পিকনিক করবো। কিন্তু এখানে নতুন ভাবে সাজানো-গুছানো দেখা যায়নি। এই জায়গাটি সুন্দর পরিবেশ থাকলেও সরকারিভাবে নজর না রাখার জন্য অনেক কিছু প্রায় হারিয়ে যাচ্ছে। তাই সে সমস্ত জিনিসগুলো সংরক্ষণ করার জন্য সরকারকে আবেদন করবেন।

advertisement

View More

আরও পড়ুন: অবলুপ্তির পথে বাংলার এই ঐতিহ্য, শীতের দিনে ঢেঁকির দেখা মেলে হুগলির এই গ্রামে

ঘুরতে আসা এক মহিলার বক্তব্য বহুবার এই পর্যটন কেন্দ্রে এসেছি। শান্ত নিরিবিলি এবং পরিবেশের দিক থেকে যথেষ্ট ভালো জায়গা। আগে হরিণ, ময়ূর বিভিন্ন পাখি থাকতো এই জঙ্গলের মধ্যে না থাকার জন্য একটু হলেও মনটা খারাপ। দ্রুত এই কেন্দ্রটি আরওউন্নয়ন করুক সরকারের কাছে দাবী জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শীতের পিকনিকে গড় মন্দারণে মিলছে না সঠিক পরিষেবা, মন খুশি নেই পর্যটকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল