কথায় আছে ভোজন রসিক বাঙালি। আর বাঙালি যে খেতে ভালবাসেন তা বোলে বোঝানো যাবে না। তাই যারা খেতে ভালবাসে, তাদের কথা মাথায় রেখে নবাবের জেলা মুর্শিদাবাদ, নবাবের জেলাতে আয়জন হল ফেস্টিভ্যাল।
আরও পড়ুনMadan Bari Rash Mela: রঙিন সাজে মদন মোহন বাড়ি, রাত পোহালেই রাস যাত্রা! দেখুন ছবি
শীতের মরশুম ইতি মধ্যেই শুরু হয়েছে। তাই বাচ্চাদেরকে আগামী দিনে স্বর্নিভর গড়ে তোলা ও ব্যস্ত রাখার উদ্দেশ্যে সদর শহর বহরমপুরে পালিত হল এক অন্যরকম রবিবার।
advertisement
রবিবার দুপুরে বহরমপুর রবীন্দ্র সদনের মুক্তমঞ্চে খাবারের গন্ধে ম ম করে উঠল। ছিল ফুলকপির পায়েস থেকে হরেক রকমের পিঠে পুলি। পাশেই সাজানো ছিল বিরিয়ানি থেকে নানা রকমের খাবার। বহরমপুরের একটি বেসরকারি স্কুলের উদ্যোগে এই ফুড ফ্যাষ্টিভ্যালের আয়োজন করা হয় বলে জানা যায়। অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা নিজেরা তাদের উদ্যোগে ষ্টল লাগিয়ে তাক লাগিয়ে দিলেন।
আরও পড়ুন Hair fall reason : সামান্য ভুলের কারণেই চুল উঠছে , সমাধান নিজের হাতেই!
ষ্টল থেকেই নানা রকমের পদের রান্না করা খাবার বিক্রি করা হল। কেউ বাড়ি থেকে বানিয়ে এনেছিলেন কেউ বা আবার দোকান থেকে তুলে এনেছিলেন। লোভনীয় খাদ্য উঠে এল ফুড ফেস্টিভ্যালের ষ্টলে। যা খেলেন অনেকেই পেট ভরে চেঁটে পুটে।
তবে বেসরকারি স্কুলের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ এবং ফুড ফেস্টিভ্যালে অংশ গ্রহণ করতে পেরে খুশি প্রকাশ করেছেন শিক্ষিকা থেকে অভিভাবক সকলেই। এই আয়োজন হলে আগামী দিনে ছাত্র ও ছাত্রীদের আরও একাগ্রতা তৈরি হবে বলেই মত অনেকের।
কৌশিক অধিকারী
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F