বুধবারের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত তিন-চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। মঙ্গল ও বুধবার এই দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণ বঙ্গের সব জেলাতে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে; কমবে তাপমাত্রা।
advertisement
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন-চারদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
মৌসুমী অক্ষরেখা আপাতত ৪/৫ দিনে সক্রিয় হওয়ার সম্ভাবনা একদম নেই। বর্ষার অনুকূল পরিস্থিতি কবে হবে এখনও সন্ধিহান আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। ১২ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি হচ্ছে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার উত্তরবঙ্গে ১০ দিন আগে বর্ষায় এলেও দক্ষিণবঙ্গে বর্ষায় বিলম্ব। কবে বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকবে অনিশ্চিত আবহাওয়াবিদরা।