Indore Missing Couples Secret Photo: স্কুটিতে রাজা, হেলমেট মাথায় মোবাইলে মগ্ন সোনম! সাদা বড় ব্যাগ...! অবশেষে মিলল নিখোঁজ হওয়ার মুহূর্তের 'সিক্রেট' ছবি! কোন সত্যি ফাঁস হবে?

Last Updated:

Indore Missing Couples Secret Photo: পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশী এবং সোনম রঘুবংশীর শেষ সময়ের এক্সক্লুসিভ ছবি প্রকাশ্যে এল অবশেষে। ছবিগুলি সোহরার একটি হোটেলের বাইরের, এখানেই তাঁদের দু'জনকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল বলে দাবি।

News18
News18
শিলংঃ পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশী এবং সোনম রঘুবংশীর শেষ সময়ের এক্সক্লুসিভ ছবি প্রকাশ্যে এল অবশেষে। ছবিগুলি সোহরার একটি হোটেলের বাইরের, এখানেই তাঁদের দু’জনকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল বলে দাবি। হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই ছবিগুলিতে স্পষ্ট দেখা যাচ্ছে রাজা এবং সোনম একসঙ্গে স্কুটিতে চড়ে যাচ্ছেন।
ছবিতে, সোনমকে একটি সাদা শার্ট পরে দেখা গিয়েছে। অন্যদিকে, পুলিশ রাজার মৃতদেহের কাছে একটি সাদা শার্ট উদ্ধার হয়, যা নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। মনে করা হচ্ছে, যে সাদা শার্টটি সোনম পরেছিলেন, রাজার পাশে পড়ে থাকা রক্তমাখা শার্টটি সেটিই।
আরও পড়ুনঃ ১৬ বছরে ‘সুপারস্টার’কে বিয়ে, ১৭-তেই মাতৃত্ব…! ২৫ বছরে বিচ্ছেদ! বলিউড চেনে ‘লেডি সুপারস্টার’ হিসেবে! কে বলুন তো?
ছবিগুলিতে রাজা এবং সোনমকে খুব খুশি এবং চিন্তামুক্ত দেখাচ্ছে। ইন্দোর থেকে শিলংয়ে হানিমুনে গিয়েছিলেন নবদম্পতি। ২২ মে সিসি ক্যামেরায় ধরা পড়া এই ছবিগুলি রাজা এবং সোনমের শেষ পাবলিক ছবি বলে মনে করা হচ্ছে। তার ঠিক একদিন পর, অর্থাৎ ২৩ মে রাজা ও সোনম রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে। ১০ দিন পর পুলিশ রাজার মৃতদেহ উদ্ধার করে, যা খুন বলে মনে করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সোনমের কোনও সন্ধান মেলেনি, তিনি এখনও নিখোঁজ।
advertisement
advertisement
রাজা ও সোনমের হঠাৎ নিখোঁজ হওয়া এবং তারপর রাজার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ মামলার তদন্ত করছে এবং সোনমের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। রাজা ও সোনমের পরিবার এবং পরিচিতদের আশা খুব শীঘ্রই সোনমের সন্ধান মিলবে এবং সেদিন ঠিক ঘটেছিল, তা সকলের সামনে আসবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Indore Missing Couples Secret Photo: স্কুটিতে রাজা, হেলমেট মাথায় মোবাইলে মগ্ন সোনম! সাদা বড় ব্যাগ...! অবশেষে মিলল নিখোঁজ হওয়ার মুহূর্তের 'সিক্রেট' ছবি! কোন সত্যি ফাঁস হবে?
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement