গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং হুগলিতে। এছাড়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, বীরভূম দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা-সহ বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: নদীতে ডুবল এক, উদ্ধার অন্যের দেহ…! কীভাবে ঘটল? ব্যাপক চাঞ্চল্য সুবর্ণরেখায়
advertisement
নিম্নচাপ কাটলেও দুর্যোগের ভোগান্তি কাটেনি। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে ঝড় বৃষ্টির সিলসিলা আপাতত জারি থাকবে দুই বঙ্গেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাপসা গরমও বহাল থাকছে। সব মিলিয়ে বঙ্গে চলছে বর্ষারাজ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ।
পাশাপাশি উত্তরবঙ্গে পূর্বাভাস মত ভারী বৃষ্টি চলছে। অধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহারও আলিপুরদুয়ারে। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিংপং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝড়ো হাওয়াও। উত্তরবঙ্গের তাপমাত্রায় কোনও রকম হের ফের পরিলক্ষিত হচ্ছে না।
শর্মিষ্ঠা ব্যানার্জি