Purulia News: নদীতে ডুবল এক, উদ্ধার অন্যের দেহ...! কীভাবে ঘটল? ব্যাপক চাঞ্চল্য সুবর্ণরেখায়

Last Updated:

Purulia News: সুবর্ণরেখা নদী থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঝালদায়, পুনরায় জারি তল্লাশি অভিযান!

মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঝালদায়
মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঝালদায়
পুরুলিয়া: নদীর জলে তলিয়ে ছিল একজন, উদ্ধার হল অন্যজন, অবাক কান্ড ঝালদায়। বৃহস্পতিবার সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে গিয়েছিল ঝালদা থানার পুস্তি অঞ্চলের ভুশুডি গ্রামের যুবক দেবেন লোহার। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ।‌ পরে পশ্চিমবঙ্গ অসামরিক প্রতিরক্ষা দফতরের উদ্ধারকারী দল ও আসানসোল ডিজাস্টার মেনেজমেন্ট সেভেন বেটেলিয়ানের যৌথ উদ্যোগে উদ্ধার কাজ শুরু হয়।‌
প্রায় ২৪ ঘন্টা পর ওই যুবকের দেহ উদ্ধার হয়।‌ কিন্তু সেই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শুরু হয়।‌ কারণ ওই যুবকের প্রতিবেশী প্রেমচাঁদ লোহার ও যুবকের মা শীতলা লোহারের দাবি, যে দেহ উদ্ধার হয়েছে সেই দেহ দেবেন লোহারের নয়। ‌এটা অন্য কারো দেহ।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শক্তিপদ মাহাতো বলেন, “আমি কাল থেকে ঘটনাস্থলে রয়েছি। আজ একটি দেহ উদ্ধার হল। কিন্তু পরিবারের দাবি এই দেহ তাদের পরিবারের সদস্যের নয়। বিষয়টি তদন্ত হওয়া দরকার।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
নদীতে ভেসে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদার ভুশুন্ডি এলাকায়। টানা ২৪ ঘন্টা পর নদী থেকে উদ্ধার দেহ চিনতে অস্বীকার করে পরিবার। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ‌ উঠে একাধিক প্রশ্ন। পুনরায় তল্লাশি অভিযান জারি রাখে পুলিশ বলে জানা গিয়েছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: নদীতে ডুবল এক, উদ্ধার অন্যের দেহ...! কীভাবে ঘটল? ব্যাপক চাঞ্চল্য সুবর্ণরেখায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement