Purulia News: ছিটেফোঁটা বৃষ্টিতেই জলময় পুরুলিয়া...! সামনে এল ভয়ঙ্কর কারণ, রেগে লাল পৌরসভা, নিল কঠিন পদক্ষেপ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: বৃষ্টির জেরে জলমগ্ন পুরুলিয়া শহর। বিভিন্ন জায়গাতেই জল জমতে দেখা যাচ্ছে। তাই এই সমস্যা এড়াতে পথে নেমেছে পুরুলিয়া পৌরসভা।
পুরুলিয়া: বৃষ্টির জেরে জলমগ্ন পুরুলিয়া শহর। বিভিন্ন জায়গাতেই জল জমতে দেখা যাচ্ছে। তাই এই সমস্যা এড়াতে পথে নেমেছে পুরুলিয়া পৌরসভা। জল নিকাশি ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে পুরুলিয়া পৌরসভা। শহরে ড্রেনের উপরে থাকা স্ল্যাবগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে জল নিকাশির জন্য। পৌরসভার সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরের প্রতিটি ওয়ার্ডে জল নিকাশের জন্য তৈরি করা হয়েছে ড্রেন, কিন্তু ড্রেন থাকলেও ঠিকঠাকভাবে নিকাশি ব্যবস্থা সচল নেই।
স্বল্প বৃষ্টিতেই শহরের প্রতিটি ওয়ার্ড জলমগ্ন হয়ে যাচ্ছে। রাস্তাঘাট জলে পরিপূর্ণ। এমনকি গৃহস্থের বাড়ি , স্কুলেও জল ঢুকে যাচ্ছে। শহরের ড্রেনের উপরে থাকা এই স্ল্যাবগুলিতে অনেকেই ব্যবসার কাজে নির্মাণ করেছে অথবা বাড়ির বারান্দা বানিয়ে ফেলেছে। এতে ড্রেন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আর তাতেই বিপাকে পড়তে হচ্ছে শহরের বাসিন্দাদের। জলমগ্ন হয়ে উঠছে চারিদিক। সেই কারণেই সরব হয়েছে পৌরসভা।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালী বলেন, শহরের ড্রেনগুলি স্ল্যাবে ঢেকে রাখার কারণে পৌরসভার কর্মীরা ড্রেন পরিষ্কার করতে পারছে না। তাতেই নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ছে। আর এর ফলে স্বল্পবৃষ্টিতে জল জমে যাচ্ছে চারিদিকে। তাই এই ড্রিনের উপরে থাকা স্ল্যাবগুলি ভেঙে দেওয়া হচ্ছে। পুনরায় এই ড্রেন সংস্কার করা হবে ও সমস্ত স্ল্যাব সরিয়ে দেওয়া হবে। এতে নিকাশি ব্যবস্থা ঠিক থাকবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সামান্য বৃষ্টিতেই জল জমতে দেখা যাচ্ছে পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গাতে। এই জল জমে থাকার কারণে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। তাই পুরুলিয়া পৌরসভা নিকাশি ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 3:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ছিটেফোঁটা বৃষ্টিতেই জলময় পুরুলিয়া...! সামনে এল ভয়ঙ্কর কারণ, রেগে লাল পৌরসভা, নিল কঠিন পদক্ষেপ