আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। ২৩ জুন সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে থাকছে বজ্রপাতের সতর্কতা। হাওয়া অফিসের রিপোর্টে আরও জানা যায় ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে।
advertisement
আরও পড়ুনঃ নামেই লুকিয়ে পরিচয়! কীভাবে সাহারণপুরের আম হয়ে উঠল ‘ল্যাংড়া’? কীভাবে এল জগৎজোড়া খ্যাতি? জানুন
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, আর তারই প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস।
সৈকত শী