TRENDING:

West Bengal News: অর্পিতা-কাণ্ডের মধ্যেই বারাসাতে উদ্ধার কেজি-কেজি সোনা, দাম শুনলে আঁতকে উঠবেন!

Last Updated:

West Bengal News: বারাসাতে একটি সোনার দোকান থেকে এই সোনা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ৯.৮৬৫ কেজি উদ্ধার করল কাস্টমস আধিকারিকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাসাত: দিন কয়েক আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার সোনা উদ্ধার করেছিল ইডি। সঙ্গে ছিল ৫০ কোটি নগদ টাকা। সেই শোরগোল কমতে না কমতেই চার কোটি টাকার সোনা উদ্ধার করল কাস্টমস। বারাসাতে একটি সোনার দোকান থেকে এই সোনা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ৯.৮৬৫ কেজি উদ্ধার করল কাস্টমস আধিকারিকরা।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

প্রসঙ্গত, বিদেশ থেকে অবৈধ ভাবে আনা সোনা উদ্ধার হয়েছিল বড়বাজারে। বড়বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে সাড়ে চার কোটি টাকা মূল্যের অবৈধ সোনা উদ্ধার করেছিল শুল্ক দফতরের আধিকারিকরা। কে বা কারা এই পাচার-কাণ্ডের সঙ্গে যুক্ত, কোথা থেকেই বা এল এত সোনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: শান্তিনিকেতনের অপা-য় হানা ইডি-র, পার্থ-অর্পিতার বাড়িতে শুরু তল্লাশি

advertisement

গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজারের একটি দোকানে অভিযান চালিয়েছিলেন শুল্ক দফতরের আধিকারিকরা। সন্ধান চালিয়ে মেলে ৯,০২০.৪৬ গ্রামের সোনা। এই সোনার বাজারমূল্য ৪ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানিয়েছেন আধিকারিকরা।

আরও পড়ুন: জুতো কাণ্ডের পর বাড়ছে নিরাপত্তা, আদালতে তুলে পার্থ- অর্পিতাকে ফের নিজেদের হেফাজতে চাইবে ইডি

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

তাঁরা জানান, এই সোনা নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে। কোথা থেকে এই সোনা এল এ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আধিকারিকদের অনুমান, বড় কোনও পাচারচক্র এই কাণ্ডে যুক্ত থাকতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: অর্পিতা-কাণ্ডের মধ্যেই বারাসাতে উদ্ধার কেজি-কেজি সোনা, দাম শুনলে আঁতকে উঠবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল