Partha Chatterjee and Arpita Mukherjee: জুতো কাণ্ডের পর বাড়ছে নিরাপত্তা, আদালতে তুলে পার্থ- অর্পিতাকে ফের নিজেদের হেফাজতে চাইবে ইডি

Last Updated:

গতকাল জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্ট করে বের করার সময় পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়েন এক মহিলা৷

পার্থ- অর্পিতাকে আজ ফের আদালতে পেশ করবে ইডি৷
পার্থ- অর্পিতাকে আজ ফের আদালতে পেশ করবে ইডি৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: জেরায় সেভাবে সহযোগিতা করেননি পার্থ চট্টোপাধ্যায়৷ তবে ইডি আধিকারিকদের বেশ কিছু তথ্য দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়৷ যদিও দু' জনেই ইডি আধিকারিকদের সামনে দাবি করে আসছেন, উদ্ধার হওয়া প্রায় পঞ্চাশ কোটি টাকা তাঁদের কারও নয়৷ তাহলে সেই টাকা কার? আপাতত সেই প্রশ্নের উত্তর পেতেই মরিয়া ইডি৷
এই পরিস্থিতিতে আজই  পার্থ এবং অর্পিতার ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে৷ দু' জনকে আজ ফের ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতে পেশ করা হবে৷ পার্থ এবং অর্পিতা দু' জনকেই ফের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে ইডি৷
advertisement
advertisement
গতকাল জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্ট করে বের করার সময় পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়েন এক মহিলা৷ যদিও সেই জুতো প্রাক্তন মন্ত্রীর গায়ে লাগেনি৷ কিন্তু এই ঘটনার পর আরও সতর্ক হচ্ছে ইডি৷ এ দিন ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷ মেডিক্যাল টেস্ট এবং তার পর ব্যাঙ্কশাল আদালতে পেশ করার সময় তাই পার্থ এবং অর্পিতা, দু' জনের নিরাপত্তাই আরও বাড়ানো হচ্ছে৷
advertisement
ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই অভিজিৎ ভট্টাচার্যের নামে পিংলার একটি স্কুলের মালিকানার প্রমাণ মিলেছে। অভিজিৎ এই মুহুর্তে আমেরিকায় আছেন। তাঁর বিপুল সম্পত্তির উৎস জানার জন্য পার্থকে আরও জেরার প্রয়োজন বলে মনে করছে ইডি৷
অন্যদিকে  অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার রথতলার যে দু' টি ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সেগুলির সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য কিছু নথির আজ সিডি আকারে আদালতে পেশ করতে পারে ইডি-র সাইবার শাখা৷ আদালতে পেশ করার সময় আজ সকাল দশটা নাগাদ দু' জনকে সিজিও থেকে বের করা হতে পারে বলেই খবর৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee and Arpita Mukherjee: জুতো কাণ্ডের পর বাড়ছে নিরাপত্তা, আদালতে তুলে পার্থ- অর্পিতাকে ফের নিজেদের হেফাজতে চাইবে ইডি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement